আই লিগের হোম ম্যাচের জন্য রবীন্দ্র সরোবরকেই বাছল দুই প্রধান ?
Last Updated:
আই লিগে কলকাতার দুই প্রধানের হোম ম্যাচের জন্য স্টেডিয়াম বাছতেই এখন ঘোর চিন্তায় ক্লাব কর্তারা ৷
#কলকাতা: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য যুবভারতী পাওয়া যাবে না ৷ তাই আই লিগে কলকাতার দুই প্রধানের হোম ম্যাচের জন্য স্টেডিয়াম বাছতেই এখন ঘোর চিন্তায় ক্লাব কর্তারা ৷ প্রাথমিকভাবে অবশ্য চলতি আইএসএলে অ্যাটলেটিকো দি কলকাতার হোম গ্রাউন্ড রবীন্দ্র সরোবরকেই বেছে নিয়েছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্তারা ৷
ঠিক একই সমস্যায় এবছর আইএসএলের জন্য যুবভারতী পাওয়া যায়নি ৷ তাই তড়িঘড়ি এটিকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে নতুন করে তৈরি করে ৷ মাত্র এক মাসের মধ্যেই অবশ্য গোটা স্টেডিয়ামের ভোলই পাল্টে যায় ৷ কিন্তু এই স্টেডিয়ামের ফ্লাডলাইট ব্যবহার নিয়েও রয়েছে সমস্যা ৷ গ্রিন ট্রাইব্যুনালের ছাড়পত্রে শর্তসাপেক্ষে ফ্লাডলাইট ব্যবহারের অনুমতি পেয়েছে রবীন্দ্র সরোবর ৷ কিন্তু আই লিগের সময় সেটা নাও পাওয়া যেতে পারে ৷ তাই এই স্টেডিয়ামের বিকল্পও ভেবে রেখেছেন ইস্ট-মোহন কর্তারা ৷ নৈশালোক ম্যাচ করার জন্য বারাসত স্টেডিয়ামকে প্ল্যান-‘বি’ হিসেবে রাখা হয়েছে ৷
advertisement
আই লিগের ডার্বি ম্যাচের জন্য ইস্টবেঙ্গল শিলিগুড়িকে হোম গ্রাউন্ড হিসেবে বাছলেও এব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি মোহনবাগান ৷আই লিগ শুরু হবে ৭ জানুয়ারি। এবার টুর্নামেন্ট হবে ৯ দলের। সূচি এখনও ঠিক হয়নি। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান অবশ্য ডিসেম্বরের মাঝামাঝি নেমে পড়ছে আই লিগের জন্য অনুশীলনে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 07, 2016 11:03 AM IST