মর্গ্যানে মোহভঙ্গ, নতুন কোচের সন্ধানে ইস্টবেঙ্গল ?

Last Updated:

মরশুম যত এগোচ্ছে, মর্গ্যানকে নিয়ে ক্রমশ হতাশা বাড়ছে লাল-হলুদে।

#কলকাতা: অনেক কাঠখড় পুড়িয়ে ট্রেভর মর্গ্যানকে ফিরিয়ে এনেছিলেন লাল-হলুদ কর্তারা। কিন্তু মরশুম যত এগোচ্ছে, মর্গ্যানকে নিয়ে ক্রমশ হতাশা বাড়ছে লাল-হলুদে।
বিশ্বজিৎ ভট্টাচার্য আউট। ট্রেভর মর্গ্যান ইন। গত মরশুমের শেষে জামাই আদর করে ব্রিটিশ কোচকে নিয়ে এসেছিলেন কর্তারা। অথচ প্রায় মাঝ মরশুমেই গেল-গেল রব উঠেছে। মর্গ্যান গো ব্যাক আওয়াজ উঠে গিয়েছে। লিগ টেবলে শীর্ষে থেকেও ক্রমশ হারিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। অভিযোগের তির হাফপ্যান্ট কোচের দিকে। সমালোচনার ঝড় উঠছে। একটা নয়। প্রশ্ন অনেক। কেন স্ট্র্যাটেজির মাথামুন্ডু বোঝা যাচ্ছে না, কেনই বা রোমিও, জ্যাকি-সহ দেশের সেরা প্রতিভাদের বসিয়ে রাখা হচ্ছে ? কেউ জানে না।
advertisement
ফুটবলারদের ফিটনেসের অভাব স্পষ্ট। মানসিকতা তলানিতে। দল ডুবছে কিন্তু মর্গ্যান নিজের গোঁ ছাড়ছেন না। হেভিওয়েট দল নিয়েও কেন এই হাল ? লাল-হলুদের প্রাক্তন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলছেন..দায় নিতে হবে মর্গ্যানকেই।
advertisement
তুমুল সমালোচনার মধ্যে দেশে ফিরেছেন মর্গ্যান। পরের মরশুমে চাকরি যাওয়া প্রায় নিশ্চিত হয়েই গিয়েছে। তবে বাকি চার ম্যাচে আপাতত ব্রিটিশ কোচকেই হয়তো ডাগ আউটে দেখা যাবে। কোচের গোয়ার্তুমি চলতে থাকলে ইস্টবেঙ্গলের সামনে যে আরও বিপদ অপেক্ষা করে আছে সন্দেহ নেই।
বাংলা খবর/ খবর/কলকাতা/
মর্গ্যানে মোহভঙ্গ, নতুন কোচের সন্ধানে ইস্টবেঙ্গল ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement