#কলকাতা: মর্গ্যান জমানায় প্রথম লাজং বধ। পাহাড় থেকে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে লাল-হলুদ। তবে লাজং বধের উচ্ছ্বাসে ভাসতে নারাজ ইস্টবেঙ্গল শিবির।
মঙ্গলবার ফের চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে নামতে হবে বারাসতে। টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে ডেরেকের দলের বিরুদ্ধেও ৩ পয়েন্ট পেতে চান মর্গ্যান। টিভিতে মোহনবাগান-চার্চিল ম্যাচ দেখেছেন হোটেলে বসে। প্রথম পর্বের চার্চিলের থেকে এই দল অনেক শক্তিশালী বলে মনে করেন লাল-হলুদ কোচ।
ওয়েডসনের চোট চিন্তার মাঝে ক্রিস্টোফার পেইনের জোড়া গোল কিছুটা স্বস্তি দিয়েছে ইস্টবেঙ্গলকে। তবে চার্চিলের বিরুদ্ধে প্লাজাকে নামানো নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি ব্রিটিশ কোচ। আজ,সোমবার অনুশীলনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Churchill Brothers, East Bengal, I-League, আই লিগ, ইস্টবেঙ্গল