পুজোর মধ্যে ত্বকে দেখা দিল ব্রণ, মুক্তি পাবেন এই সহজ উপায়ে

Last Updated:

পুজো চলাকালীন রাতারাতি মুখের ব্রণ দূর করে মুখের টানটান উজ্জ্বল ভাব ফিরিয়ে আনা যাবে খুব সহজে ৷

#কলকাতা: আজ তৃতীয়া ৷ কেনাকাটার স্লগ ওভার ৷ তাই শেষ লগ্নে দ্বিগুণ গতিতে চলছে বাঙালির শপিং ৷ নতুন জামাকাপড় কেনার পালা প্রায় শেষের পথে ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখা ৷ প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল ৷
পুজো মানেই ঠাকুর দেখা, বন্ধদের সঙ্গে আড্ডা, বাইরে খাওয়া ৷ পুজোর কয়েকদিন কোনও নিয়ম নয় ৷ কিন্তু বছরের এই পাঁচদিনের আনন্দে জল ঢেলে দিতে পারে সামান্য একটি ব্রণ ৷ পুজোর জন্য কয়েকমাস আগে থেকে সমস্ত রকমের প্ল্যানিং শুরু হয়ে যায় ৷ সেরা সাজটি দিয়ে তাক লাগিয়ে দিতে কিনা করে থাকেন সকলে ৷ কিন্তু পুজোর দিনে সকালে উঠে যদি মুখে ব্রণ বেরিয়েছে দেখেন তাহলেই যাই সব কিছু ভেস্তে ৷ মুডটাই খারাপ হয়ে যায় ৷ ব্রণ মানেই তো সেটা থেকে মুখে হালকা একটা দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা। তবে আর মন খারাপ করবেন না ৷ কারণ পুজো চলাকালীন রাতারাতি মুখের ব্রণ দূর করে মুখের টানটান উজ্জ্বল ভাব ফিরিয়ে আনা যাবে খুব সহজে ৷ শুধু মেনে চলে যেতে হবে কিছু ঘরোয়া টোটকা ৷
advertisement
কী করবেন দেখে নিন-
advertisement
১. একটা টুকরো পেঁয়াজ নিয়ে ব্রন বা কালো দাগে ঘষুন ৫ মিনিট। তারপর ধুয়ে ফেলুন।
২. লেবুর রস ব্রন বা কালো দাগে লাগিয়ে পাঁচ মিনিট পরে ঠাণ্া জলে ধুয়ে ফেলেুন ৷
৩. পুড়ে যাওয়া ছাড়াও ব্রণর ক্ষেত্রে খুব উপকারি টুথপেস্ট ৷ ব্রণ সারাতেও টুথপেস্টের জুড়ি মেলা ভার। রাতে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন ৷ সকালে উঠে দেখবেন ব্রণ নেই ৷
advertisement
৪. রসুন খুব ভাল অ্যান্টিসেপটিক ও অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। রসুন ব্রণের উপর ঘষুণ ৷ দেখুন উপকার পাবেন ৷
৫. বরফ পরিষ্কার কাপড়ে মুড়ে ত্বকে লাগান ৷ উধাও হয়ে যাবে ব্রণ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর মধ্যে ত্বকে দেখা দিল ব্রণ, মুক্তি পাবেন এই সহজ উপায়ে
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement