Earthquake Today: হাড় কাঁপানো শীতের মাঝেই বড় ভূমিকম্প অসমে ! কম্পনের মাত্রা ৫.১
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
অসম ছাড়াও মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলেও ভূমিকম্পের প্রভাব দেখা গেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে ৷ কম্পন অনেক দূর পর্যন্ত অনুভূত হয়েছে।
গুয়াহাটি: ভোররাতে বড় ভূমিকম্প অসমে। রিখটার স্কেলে মাত্রা ৫.১। সোমবার ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে অসম ছাড়াও কেঁপেছে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ঘড়িতে তখন ৪টে ১৭ মিনিট । সোমবার (৫ জানুয়ারি ২০২৬) ভোরে কেঁপে উঠল অসমের মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল অসমের মরিগাঁও জেলায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১ । অসম ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। ভোর রাতে এমন কম্পনে আতঙ্কিত মানুষ। অনেকেই ঘুম ভেঙে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন।
advertisement
advertisement
ন্যাশনাল সেন্টার ফর সিস্মোলজি (NCS) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল অসমের মরিগাঁও জেলায়, তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। মরিগাঁও-সহ মধ্য অসমের বিস্তীর্ণ এলাকা এবং আশপাশের জেলাগুলিতে এর ফলে কম্পন অনুভূত হয়েছে।
advertisement
সময়ে ভূমিকম্প হয়, তখনও ভোরের আলো ফোটেনি। অধিকাংশই ঘুমোচ্ছিলেন। অনেকের ঘুম ভেঙেছে কম্পনে। আতঙ্কে তাঁরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে ভূমিকম্পের মুহূর্তের ছবি এবং ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা গিয়েছে, ঘরের সিলিং ফ্যান দুলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 05, 2026 9:20 AM IST







