Kolkata Earthquake Today: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.১
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Earthquake in Kolkata Today:কলকাতা ও দক্ষিণবঙ্গের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশা এবং পড়শি রাষ্ট্র বাংলাদেশেও৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগর এবং ৯১ কিলোমিটার গভীরে।
কলকাতা : সাতসকালে ভূমিকম্প কলকাতায়৷ মঙ্গলবার সকাল ৬.১০ নাগাদ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১৷ কলকাতায় মৃদু কম্পন অনুভূত হয়৷ কলকাতা ও দক্ষিণবঙ্গের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশা এবং পড়শি রাষ্ট্র বাংলাদেশেও৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরে ১৯ ডিগ্রি ৫২ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৫৫ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ অবস্থানে ভূত্বকের ৯১ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর আপাতত নেই৷ উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট এই ভূমিকম্পের প্রভাবে হলদিয়া, দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতার কিছু অংশ কেঁপে ওঠে। ওড়িশার উপকূলের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
EQ of M: 5.1, On: 25/02/2025 06:10:25 IST, Lat: 19.52 N, Long: 88.55 E, Depth: 91 Km, Location: Bay of Bengal.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/J6q53lzNd1— National Center for Seismology (@NCS_Earthquake) February 25, 2025
advertisement
advertisement
আরও পড়ুন : চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে প্রথম দুই দল ভারত-নিউজিল্যান্ড, পাকিস্তান-বাংলাদেশের ভাগ্যে শুধুই হতাশা
মাত্র দু’দিন আগেই রবিবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের মান্ডি এলাকা। প্রসঙ্গত মান্ডি প্রাকৃতিক ভাবেই ভূমিকম্পপ্রবণ অঞ্চল৷ অবস্থানের তুলনায় রবিবারের কম্পনে সেরকম ক্ষয়ক্ষতি হয়নি৷ পাশাপাশি গত সপ্তাহে দিল্লি এবং সংলগ্ন অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪। দিল্লির ধৌলাকুঁয়া ছিল ভূমিকম্পের উৎসস্থল। কম্পনের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2025 7:10 AM IST