দূষণ রুখতে অভিনব পদক্ষেপ, কলকাতার রাস্তায় এবার ছুটবে ই-বাস

Last Updated:

বাতাসে দূষণের পরিমাণ দিনকে দিন বাড়ছে ৷ পরিস্থিতি এখন আয়ত্তের বাইরে ৷ তাই দূষণ রুখতে নয়া পদক্ষেপ নিল কলকাতা ৷

#কলকাতা: বাতাসে দূষণের পরিমাণ দিনকে দিন বাড়ছে ৷ পরিস্থিতি এখন আয়ত্তের বাইরে ৷ তাই দূষণ রুখতে নয়া পদক্ষেপ নিল কলকাতা ৷ পেট্রোল এবং ডিজেল চালিত বাস আর নয় ৷ অপেক্ষা আর একমাসের ৷ এরপরই তিলোত্তমার রাস্তায় ছুটবে ইলেক্ট্রিক বাস ৷ শহর জুড়ে দূষণ নিয়ন্ত্রন করতেই এই অভিনব পদক্ষেপ গ্রহণ করল রাজ্য পরিবহন দফতর ৷
রাজ্য পরিবহন দফতরের তরফে জানান হয়েছে, এখনও অবধি ৮০টি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা হয়েছে ৷ এতে শব্দ এবং বায়ূ দূষণের পরিমাণও বেশ কিছুটা কমবে ৷ এমনটাই মত বিশেষজ্ঞদের ৷ যদি ডব্লুউবিটিসি-র এই বাসের পরিকল্পনা সফল হয় ৷ তাহলে আরও বেশ কিছু ই-বাস রাস্তায় নামানোর ভাবনাচিন্তা করা হবে বলে জানিয়েছেন ডব্লুউবিটিসি-র উচ্চপদস্থ আধিকারিকরা ৷
advertisement
পরিবহন দফতরের এক অফিসার জানিয়েছেন, এই ই-বাস প্রযুক্তির দিক থেকে পরিবহন ব্যবস্থাকে আরও কয়েকধাপ এগিয়ে নিয়ে গেল ৷ মজার বিষয়, এই বাসে টিকিট কাটার জন্য আপনার আশেপাশে ঘুরঘুর করবে না কনডাক্টর ৷ স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমেই বাস ভাড়া দিতে পারবেন বাসযাত্রীরা ৷
advertisement
এই সমস্ত বাসের চার্জ দেওয়ার জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷ বাস টার্মিনাসে ৩০ টি ব্যাটারি চার্জারের ব্যবস্থা করা হয়েছে ৷ এরমধ্যে ১০ টি টার্বো ব্যাটারি চার্জারের পয়েন্ট করা হয়েছে ৷ তবে, বাসের উপরেই সোলার প্লেট বসানোর পরিকল্পনা করা হচ্ছে ৷ এরফলে বাস চলার সময়েই অটোমেটিক ব্যাটারি রিচার্জ হয়ে যাবে ৷
advertisement
হিডকো এবং কোল ইন্ডিয়ার তরফে এই বাস তৈরির পরিকল্পনা করা হয়েছে ৷ নিউটাউনের রাস্তায় খুব শীগগিরই এই ই-বাস চলবে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
দূষণ রুখতে অভিনব পদক্ষেপ, কলকাতার রাস্তায় এবার ছুটবে ই-বাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement