DVC News: সমস্ত সর্তকতা নিয়েই জল ছাড়া হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল ডিভিসি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
উপর নির্ভর করেই জল ছাড়া হয়েছে। এই দামোদর ভ্যালি কর্পোরেশন কমিটির সদস্যদের মধ্যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এবং সেন্ট্রাল ওয়াটার কমিশনের সদস্যরাও ছিলেন।
কলকাতা: ডিভিসির জল ছাড়ায় ইতিমধ্যেই প্লাবিত হাওড়া,হুগলি,-বিস্তীর্ণ এলাকা। এই ছাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গেই এবারে নিজেদের বক্তব্য পেশ করল ডিভিসি। ডিভিসি জানিয়েছে তাঁরা মোট চারটি বাঁধ নিয়ন্ত্রণ করে সেগুলি হল যথাক্রমে- মাইথন, পাঞ্চেত, তিল্লাইয়া এবং কোনার। ডিভিসি কমিটির নির্দেশিকার উপর নির্ভর করেই জল ছাড়া হয়েছে। এই দামোদর ভ্যালি কর্পোরেশন কমিটির সদস্যদের মধ্যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এবং সেন্ট্রাল ওয়াটার কমিশনের সদস্যরাও ছিলেন।
advertisement
advertisement
গাঙ্গেয় অঞ্চলে নিম্নচাপের দরুন ঝাড়খণ্ডে ভারী বর্ষণ হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে ১৪ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বরে ঝাড়খণ্ডে উপরিভাগে প্রবল বৃষ্টিপাত হয়েছে। ১৭ সেপ্টেম্বরে দক্ষিণবঙ্গে আর কোনও বৃষ্টিপাতের খবর পাওয়া যায় নি।
আমতা চ্যানেল এবং মুণ্ডেশ্বরী নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শিলাবতী, কংসাবতী, দ্বারেকেশ্বর যা দামোদর নদীর সঙ্গে যুক্ত তাও প্লাবিত। ইতিমধ্যেই ঝাড়খণ্ড সরকারের অধীনে থাকা তেনুঘাট বাঁধ ৮৫ হাজার কিউসেক জল ছেড়েছে।
advertisement
ডিভিসির তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই সমস্ত ধরনের সতর্কতা নিয়েই জল ছাড়া হয়েছে। ধীরে ধীরে মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে। শেষ পর্যন্ত ১৯ সেপ্টেম্বর সকাল ৬টা ৫০ নাগাদ ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানিয়েছে ডিভিসি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 8:06 PM IST