Durgapuja TMC vs BJP| দুর্গাপূজাই পাখির চোখ, বিজেপির লক্ষ্য বড় উদ্যোক্তা, তৃণমূলের তাস খেলা হবে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Durgapuja TMC vs BJP| তৃণমূল নেত্রীর খেলা হবে স্লোগানকে হাতিয়ার করেই তৃণমূল পুজোর বাজারে কিস্তিমাত করতে পারে। আর বিজেপি চাইছে বড় পুজো কমিটি গুলির সঙ্গে গাঁটছড়া বাঁধতে।
#কলকাতা: বাঙালির মন পেতে চাই সংস্কৃতির অন্দরে প্রবেশাধিকার। তাই তৃণমূল-বিজেপি শাসক-বিরোধী দুই দলেরই পাখির চোখ দুর্গাপূজা। দুই দলই মরিয়া হয়ে চাইছে পুজোয় দাগ কাটতে। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর খেলা হবে স্লোগানকে হাতিয়ার করেই তৃণমূল পুজোর বাজারে কিস্তিমাত করতে পারে। আর বিজেপি চাইছে বড় পুজো কমিটিগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধতে।
তৃণমূল সূত্রের খবর সেপ্টেম্বর মাসের ৪ তারিখ 'বাংলার দুগ্গা' নামক একটি দুর্গাপূজা কমিটি কলকাতা শহরের বুকে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে। এই সংস্থার প্রেসিডেন্ট স্বয়ং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ প্রসঙ্গে তিনি বলেন, "বাংলার দুগ্গা যে কোনো কিছুই করতে পারে তাই আমরা এবার ফুটবল প্রদর্শনীর আয়োজন করছি যেখানে আটটি দল অংশগ্রহণ করবে। আমাদের দুর্গা রাঁধতে পারে, শিক্ষা দিতে পারে, প্রয়োজনে অসুর দমন করতে পারে আমরা সেটাই দেখাতে চাই। আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যিনি অসুর দমন করেছেন। এই নির্বাচনে তাই খেলা হবে আমাদের অন্যতম হাতিয়ার।"
advertisement
রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, খেলা হবে- এই ছোট্ট স্লোগানে যে ছন্দ রয়েছে দুর্গাপুজাোর ছন্দের সঙ্গে সেই ছন্দকেই মিশিয়ে দিতে চাইছে তৃনমূল। পাশাপাশি, এই ফুটবল ম্যাচে এক নতুন স্লোগান শোনা যেতে পারে- 'অটুট আছে মনোবল, দুর্গাদের পায়ে ফুটবল।'
advertisement
উদ্যোক্তাদের অভিযোগ পুরুষরা দুর্গাপূজা আয়োজন করলে তারা যত ভালো সাড়া পায়, মহিলাদের ক্ষেত্রে তেমনটা হয় না। সেই কারণেই খেলা হবের হাত ধরছে তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2021 12:25 PM IST