• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • রাত পোহালেই দশমী, জেনে নিন কোন মণ্ডপে কখন শুরু হবে সিঁদুর খেলা

রাত পোহালেই দশমী, জেনে নিন কোন মণ্ডপে কখন শুরু হবে সিঁদুর খেলা

 আগামিকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার বিখ্যাত মণ্ডপগুলি চলবে মা দুর্গার বরণ ও সিঁদুর খেলা ৷

আগামিকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার বিখ্যাত মণ্ডপগুলি চলবে মা দুর্গার বরণ ও সিঁদুর খেলা ৷

আগামিকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার বিখ্যাত মণ্ডপগুলি চলবে মা দুর্গার বরণ ও সিঁদুর খেলা ৷

 • Share this:

  #কলকাতা: শারদোৎসবের শেষ লগ্নে বাঙালি। রাত পোহালেই দশমী ৷ মায়ের বিদায়বেলা ৷ বাপেরবাড়ি ছেড়ে ছেলে-মেয়ে নিয়ে উমার কৈলাসে স্বামীর ঘরে ফেরার পালা ৷ পুজো শেষ,বাতাসে বিষাদের সুর৷ মন্ত্রে ঘট বিসর্জনের পরই শুরু হবে মাকে সন্দেশ-পান-সিঁদুরে বিদায় জানানোর পর্ব ৷ আগামিকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার বিখ্যাত মণ্ডপগুলি চলবে মা দুর্গার বরণ ও সিঁদুর খেলা ৷ বাগবাজার সর্বজনীনে ঠিক সকাল সাড়ে ন’টায় মাকে বরণ ও সিঁদুর খেলা শুরু হবে ৷ কুমোরটুলি পার্ক সর্বজনীনে সিঁদুর খেলা শুরু হবে সকাল সাড়ে দশটায় ৷ তৃতীয় লিঙ্গের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন পুজো উদ্যোক্তারা ৷ দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপে সিঁদুর খেলা শুরু বেলা এগারোটায় ৷ সকাল দশটায় গৌরীবেড়িয়ায় শুরু হবে সিঁদুর খেলা ৷ বিকেলেও রয়েছে সিঁদুর খেলার সুযোগ ৷ ম্যাডক্স স্কোয়ারে সিঁদুর খেলা শুরু হবে বিকেল চারটেয় ৷ সকাল থেকে উৎসবের সবটুকু আনন্দ চেটেপুটে নিতে রাস্তায় ভিড়। বাঙালির কাছে দুর্গা ঘরের মেয়ে। চারদিন বাপেরবাড়িতে থেকে দশমীতে বিদায়ের পালা। ফের বছরভর অপেক্ষা। নবমী মানেই তাই মন খারাপের শুরু। শহর থেকে জেলা। তড়িঘড়ি শেষবেলায় কুড়িয়ে নেওয়া সবটুকু আনন্দ। মন্ডপে মন্ডপে জনজোয়ার ৷

  First published: