Amit Shah in Durga Puja: তৃতীয়াতেই উৎসবের বঙ্গে পা রাখছেন অমিত শাহ! দুর্গাপুজোয় দু’দিন ঠাসা কর্মসূচি...পর পর পুজো উদ্বোধন
- Published by:Satabdi Adhikary
- Reported by:Susmita Mondal
Last Updated:
আগামী বৃহস্পতিবার বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, তৃতীয়ার দিন রাত এগারোটা নাগাদ বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কলকাতা: সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ জানিয়েছিলেন, দুর্গাপুজোর উৎসবে শাহকে পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছেন তিনি৷ সেই আমন্ত্রণ রক্ষার্থেই কি না জানা নেই তবে পুজোর মধ্যেই কলকাতায় আসছেন শাহ৷
আগামী বৃহস্পতিবার বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, তৃতীয়ার দিন রাত এগারোটা নাগাদ বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার চতুর্থীর দিন সকাল ১১টা নাগাদ লেক অ্যাভিনিউ রোডের একটি পুজো মণ্ডপ উদ্বোধন করবেন অমিত শাহ।
advertisement
advertisement
এরপর ১২টা নাগাদ সন্তোষ মিত্র স্কোয়ার এর পুজো উদ্বোধনের পর সল্টলেক ezcc এর পুজো উদ্বোধন করবেন বিকেল তিনটে নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বিকেল চারটের বিমানে দিল্লি ফেরত যাবেন অমিত শাহ।
advertisement
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দুর্গাপুজোকে এবার বিজেপি বঙ্গ তথা বঙ্গের বাইরে জনসংযোগের সুযোগ হিসাবে ব্যবহার করতে চাইছে বলে বিজেপি সংগঠন সূত্রের খবর৷ শাহের এই সফর সেই কর্মসূচিরই অন্তর্ভুক্ত কি না তা অবশ্য স্পষ্ট নয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
September 23, 2025 6:35 PM IST