Durga Puja 2023: শ্রীভূমির 'ডিজনিল্যান্ড' দেখতে জনজোয়ার! দ্বিতীয়াতেই হয়রানির শিকার নিত্যযাত্রীরা

Last Updated:

Durga Puja 2023: চলতি বছর ভিআইপি রোডের দু’দিকেই যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছিল। এ বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজোর থিম প্যারিসের আকর্ষণীয় ডিজনিল্যান্ড এর আদলে মণ্ডপ।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
কলকাতা: উৎসবের মরসুমে দর্শনার্থীদের পথে নামার প্রথম দিন থেকেই ভিআইপি রোডের যান চালচল থমকে গেল। চলতি বছর ভিআইপি রোডের দু’দিকেই যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছিল। এ বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজোর থিম প্যারিসের আকর্ষণীয় ডিজনিল্যান্ড এর আদলে মণ্ডপ। রবিবার সকাল থেকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে ছিল দর্শনার্থীদের সমাগম। মহালয়ার দিন অভিনেত্রী বিদ্যা বালান ও অভিনেতা দেব উদ্বোধন করেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। সঙ্গে ছিলেন উদ্যোক্তা বাংলার মন্ত্রী সুজিত বসুও।
রবিবারের সন্ধ্যা। ভিআইপি রোডের বিমানবন্দরগামী রাস্তায়, উল্টোডাঙা উড়ালপুলের উপরে দীর্ঘ ক্ষণ যানজটে আটকে রইলেন বিমানযাত্রী, অসুস্থ রোগী ও বয়স্কেরা। ফ্লাইট মিস করার ভয় বিমানবন্দরের পৌঁছানো জন‍্য কাতর আর্তি যাত্রীদের। শ্রীভূমির জন্য ভিআইপি এবং ইএম বাইপাস তখন কার্যত স্তব্ধ।
advertisement
advertisement
মহালয়ার দিন থেকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে ভিড় করেন সকলে। কলকাতা পুলিশের কথা অনুসারে রবিবার লেক টাউনে ঘড়িমোড়ের কাছে ভিড় জমে তাই যানজট তৈরি হয়। অবশেষে, বিধাননগর পুলিশ কমিশনার গৌরব শর্মা রাস্তায় নামে সন্ধ্যায় যানজট নিয়ন্ত্রণ করতে। রাতে যানজট অল্প থাকলেও গাড়ির গতি বাড়ানো গিয়েছে।
তবে, বাস্তবে ঘটনা নাকি একদমই আলাদা। রাস্তার কিছু যাত্রীর কথায় রাত ন’টার পরেও প্রায় ঘণ্টাখানেক এক জায়গায় দাঁড়িয়ে ছিল। প্রতিবছর কলকাতা থেকে বিমানবন্দরগামী রাস্তায় ভিআইপি রোডে চরম হেনস্থা হতে হয় যাত্রীদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখার জন‍্য। বাগুইআটি, তেঘরিয়া কিংবা কৈখালির বাসিন্দারা ইতিমধ্যেই ঘুরপথে যশোর রোড হয়ে দমদমের ভিতরের রাস্তা দিয়ে চলাচল শুরু করেছেন। ফলে ওই সব রাস্তাতেও বাড়ছে গাড়ির চাপ। এই এলাকায় থেকা বহু লোক বাড়িতে না থেকে হটেলে থাকে।
advertisement

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও

view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2023: শ্রীভূমির 'ডিজনিল্যান্ড' দেখতে জনজোয়ার! দ্বিতীয়াতেই হয়রানির শিকার নিত্যযাত্রীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement