বদলাল দুর্গাপুজোর বিসর্জনের সময়সূচি

Last Updated:

বদলাল দুর্গাপুজোর বিসর্জনের সময়সূচি

 #কলকাতা: বিসর্জনের সময় বাড়াল রাজ্য সরকার ৷ দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য বাড়ানো হল সময়সীমা ৷ সাধারণের আবেদন মেনে দশমীর দিন সন্ধে ৬টার বদলে সময় বাড়িয়ে করা হল রাত ১০ টা ৷
দশমীতে সন্ধে ৬টার বদলে রাত ১০টা পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে বলে হাইকোর্টে জানাল রাজ্য সরকার। তবে পঞ্জিকা মতে, বিসর্জনের সময় রাত দেড়টা পর্যন্ত করার অনুরোধ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। মুম্বই পুলিশের উদাহরণ দিয়ে রাজ্যকে খোঁচা আদালতের। সোমবার ফের মামলার শুনানি।
পুজো ও মহরমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে একাদশীর দিন বিসর্জন বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতবারের মতো এবারও মহরমের দিন বিসর্জন হবে না। পরিবর্তে লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত বিসর্জন চলবে।
advertisement
advertisement
৩০ সেপ্টেম্বর বিজয়া দশমী ৷ এর আগে রাজ্য সরকার জানায়, ওইদিন সন্ধে ৬ পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে ৷ পঞ্জিকামতে বিসর্জনের সময় আরও বাড়ানোর জন্য আবেদন জানান বহু বাড়ির পুজো সহ বারোয়ারি পুজোর উদ্যোক্তারা ৷ সেই আবেদন মেনেই রাত ১০টা অবধি সময় বাড়ানোর কথা জানিয়েছে রাজ্য সরকার ৷
অন্যদিকে, বিসর্জনের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা হয়। মামলাকারীর আবেদন,
advertisement
- দশমীর রাত ১টা ৩৬ পর্যন্ত বিসর্জনের সময়সীমা বাড়ানো হোক
- একাদশীর দিন অর্থাৎ মহরমের দিনও বিসর্জনের অনুমতি দেওয়া হোক
এদিন মামলার শুনানিতে হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান,
- ১৪ই সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে
- বিসর্জনের সময় সন্ধে ৬টা থেকে রাত ১০টা করা হয়েছে
- একাদশীর দিন প্রতিমা বিসর্জনে সমস্যা রয়েছে
advertisement
- আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা হতে পারে
আর্জি শুনে বিসর্জনের সময় রাত ১টা ৩৬ পর্যন্ত বাড়ানো যায় কিনা রাজ্য সরকারকে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ একইসঙ্গে বিচারপতি নিশীতা মাত্রের মন্তব্য,
মুম্বইতে গণেশপুজো-মহরমের মিছিল একসঙ্গে হতে পারে ৷ মুম্বই পুলিশ পারলে আপনারা কেন পারবেন না?
advertisement
রাজ্যের কাছে বিসর্জনের সময় রাত দেড়টা পর্যন্ত করার অনুরোধ জানায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সোমবার ফের এই মামলার শুনানি। ওই দিনই বিসর্জন নিয়ে নির্দেশ দেবে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বদলাল দুর্গাপুজোর বিসর্জনের সময়সূচি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement