থিম পুজোর বিবর্তন, দুর্গা সাজছেন ডিজাইনার পোশাকে
Last Updated:
কলকাতার থিম পুজোর নতুন আঙ্গিক। এবার শুধু থিমের ভাবনাতেই মশগুল নন পুজো উদ্যোক্তারা।
#কলকাতা: কলকাতার থিম পুজোর নতুন আঙ্গিক। এবার শুধু থিমের ভাবনাতেই মশগুল নন পুজো উদ্যোক্তারা। তাঁরা দুর্গার পারিবারিক ফ্যাশন নিয়েও ভাবছেন। শহরে ফ্যাশন ডিজাইনারদের বায়নাও দিয়ে দিয়েছেন দেবীকে সাজানোর। তাই কোমর বেঁধে নেমে পড়েছেন অগ্নিমিত্রা পল ও তেজস গান্ধির মতো ডিজাইনাররা।
ফ্যাশনেবল দুর্গা। দেবীকে সাজাতে ময়দানে নেমে পড়েছেন নামজাদা ফ্যাশন ডিজাইনাররা। এবারের পুজোর নতুন ট্রেন্ড বলা যায়। সাবেিক সাজ ছেড়ে ট্রেন্ডি হয়ে উঠবেন শুধু দুগগা ঠাকুরুণ নন তাঁর চার ছেলেমেয়েও। কেউ সাজাচ্ছেন তিন পুজোর তিন-পাঁচে পনেরো জনকে। কেউ বা একটি পুজোতেই কনসেন্ট্রেট করেছেন। সোনার শাড়ির ডিজাইনে সাজাবেন দেবীকে। সন্তোষ মিত্র স্কোয়ারের দায়িত্ব পড়েছে অগ্নিমিত্রা পলের ওপর।
advertisement
অগ্নিমিত্রা একটা পুজোর ফ্যাশন দায়িত্বে তো তেজস গান্ধি পেয়েছেন তিনটি পুজোর দায়িত্ব। শাস্ত্রীবাগান, সমাজসেবী ও জগৎ মুখার্জি পার্কের তাঁর হাতের ছোঁয়ায় দেবী হয়ে উঠবেন ফ্যাশনেবল। ট্রেন্ডি এবং আপ-টু-ডেট।
advertisement
ওদিকে পুজোর ভিড়ে একেবারেই ফুরসত নেই শর্বরী দত্তের। তবে শুধুমাত্র দেবীকে সাজানো নয়, শর্বরীর দায়িত্বে লালাবাগানের গোটা পুজো ভাবনাটাই। এবারে লালাবাগানের পুজোর থিম শূন্য। উপনিষদের মূল সত্য, সেই শূন্যের সন্ধানই করছেন ডিজাইনার।
advertisement
শিল্পীদের হাত থেকে মহানগরের পুজো ঘরানা কি মুখ ঘোরাচ্ছে? এবার কলকাতার অন্তত পাঁচটা পুজো মণ্ডপে দেখা মিলবে বিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের। তৈরি হচ্ছে নতুন প্রবণতা। নয়া আঙ্গিক। প্রতিমার ফ্যাশন স্টেটমেন্ট কি বদলে দেবে বাঙালির ফ্যাশন লুক। র্যাম্পের বাইরে কি তৈরি হবে নতুন র্যাম্প।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2017 3:24 PM IST