মানুষের মনে রঙ ছড়াতে তৈরি দমদম পার্ক ভারতচক্র

Last Updated:
 #কলকাতা: রূপের প্রদীপ জ্বেলে উজ্জ্বল হবেন দেবী। ভক্তি ও শক্তির মেলবন্ধনে সংস্থিত হবে দুর্গা। দমদমপার্ক ভারতচক্রের থিম এটাই। বিভিন্ন প্যানেলের নানা রূপ, ভক্তি ও শক্তিকে তুলে ধরা হবে। মণ্ডপে কাঠের কাজেও থাকবে চমক।
শক্তিরূপেন সংস্থিতা। দুর্গাপুজো এলেই এই শব্দটি অনেকবারই শোনা যায়। এই শব্দবন্ধটি দিয়েই গোটা মন্ডপটিকে সাজিয়েছে দমদম পার্ক ভারতচক্র। শক্তি, রূপ ও ভক্তির তিনটি আলাদা আলাদা প্যানেল তৈরি হচ্ছে মণ্ডপে। থিমের ভাবনা সঞ্জীব সাহার।
ভক্তিরূপেন সংস্থিতা তিনটি ভাগে উঠে আসবে মণ্ডপে। শক্তির মধ্যেই দেবীর নানান ফ্রেসকো থাকবে একটি প্যানেলে। দেবীর রূপের প্রতিফলন ঘটাবে কাঠের কাজের আর সংস্থিতা বা ভক্তির জন্য উড়িয়ে আনা হচ্ছে ওড়িয়া শিল্পী বি কে পরিদাকে। তিনিই সাজিয়ে তুলবেন ভক্তির প্রতিরূপ।
advertisement
advertisement
সাবিকায়ানা ও থিমের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে প্রতিমা। যা দর্শকদের চোখের সঙ্গে মনেও ভক্তিভাব জাগিয়ে তুলবে। সতেরোতম বর্ষে দমদম পার্ক ভারতচক্রের ভাবনায় মানুষের মন রঙিন হয়ে যাবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
মানুষের মনে রঙ ছড়াতে তৈরি দমদম পার্ক ভারতচক্র
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement