Crime: মাথায় আঘাত, দমদমে একাকী বৃদ্ধার মৃত্যু! লুটপাট নাকি...‘খুনের’ কারণ ঘিরে দানা বাঁধছে রহস্য
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Written by:Anup Chakraborty
Last Updated:
দমদম গোরাবাজার অঞ্চলে একাকী বৃদ্ধার রহস্য মৃত্যু।
দমদম: দমদম গোরাবাজার অঞ্চলে একাকী বৃদ্ধার রহস্য মৃত্যু। খুনের অভিযোগ পরিবারের।গোরাবাজার অঞ্চলে নিজস্ব বাড়িতে একাই থাকতেন ৬৮ বছরের বৃদ্ধা তারা শর্মা।
মঙ্গলবার সকালে তাঁকে এলাকাতেও দেখা যায়। এরপর থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃদ্ধার মেয়ে বারংবার ফোন করার পরও যোগাযোগ করতে না পারায়, বাড়িতে ছুটে আসেন।
অনেক ডাকাডাকির পরেও সাড়া না দেওয়া দমদম থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, একাকী বৃদ্ধাকে কেউ বা কারা খুন করেছে।
advertisement
advertisement
বৃদ্ধার মাথায় ও শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার মাথায় ভারী কোন বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আঘাতের ফলেই তাঁর মৃত্যু ঘটেছে। কী কারনে খুন তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
লুটের উদ্দেশ্য খুন নাকি অন্য কোনও রহস্য রয়েছে তার তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দমদম থানার পুলিশ। মাস ছয়েক আগে বৃদ্ধার স্বামী মারা যান। বৃদ্ধার স্বামী অশোক শর্মা একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে কর্মরত ছিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2024 8:30 PM IST