Dumdum: হুড়মুড়িয়ে ঢুকল পুলিশ, মাথা ঢেকে টেনে-হিঁচড়ে বের করে আনল কম বয়সী বহু মেয়েকে, ভয়ঙ্কর অভিযোগ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
Dumdum Arrest: কল সেন্টারের আড়ালে বিপুল অঙ্কের সাইবার প্রতারণা। দমদমের একটি বাড়িতে চলত মূলত বেআইনি এই কল সেন্টার। ঘটনার জেরে ইতিমধ্যেই ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতাঃ কল সেন্টারের আড়ালে বিপুল অঙ্কের সাইবার প্রতারণা। দমদমের একটি বাড়িতে চলত মূলত বেআইনি এই কল সেন্টার। ঘটনার জেরে ইতিমধ্যেই ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, অফিসের মতোই দিনের বেলায় এসে রাতে সবাই চলে যেত, রাতে ফাঁকাই থাকত বাড়ি। দরজা-জানলা বন্ধ করে অফিস চলত, তবে অনেকের কাছেই এদের কার্যকলাপ সন্দেহজনক লাগত।
পুলিশকর্মীর বাড়িতেই সাইবার প্রতারকদের ডেরা। কল সেন্টারের আড়ালে বিপুল অঙ্কের সাইবার প্রতারণা। দমদম বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে মূলত এই বেআইনি কল সেন্টার চলত। সোমবার রাতে ব্যারাকপুর কমিশনারেটের সঙ্গে যৌথ অভিযানে মোট ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ বরফের মতো গলে পেটের চর্বি! বিনা খরচের এই ঘরোয়া জুস বাড়ায় ত্বকের জেল্লা, জানুন কীভাবে খাবেন
এলাকাবাসীর দাবি, অফিসের মতোই দিনেরবেলায় এসে রাতে সবাই চলে যেত, রাতে ফাঁকাই থাকত বাড়ি। দরজা জানলা বন্ধ করে অফিস চলত, তবে অনেকের কাছেই এদের কার্যকলাপ সন্দেহজনক লাগত। বাড়ির মালিক নিরুপম চট্টোপাধ্যায় পুলিশকর্মী হিসেবে এলাকায় পুরোনো পরিচিত হলেও, এখানে ভাড়াটে বা কাজ করা কারও সঙ্গেই কোনও পরিচয় ছিল না এলাকার বাসিন্দাদের।
advertisement
advertisement
জানা গিয়েছে, পাঁশকুড়া থানা মোট দু’জনকে গ্রেফতার করেছে। একজন মহিলাকে আগে উত্তরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জেরা করেই এই বেআইনি কল সেন্টারের হদিশ মেলে। সোমবার অভিযান চালিয়ে কল সেন্টারের মালিককে গ্রেফতার করে। বাকি ১৭ জন মহিলা টেলিকলারকে গ্রেফতার করেছে স্থানীয় থানা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2025 9:55 AM IST