ধু ধু প্রান্তর! জনতা কার্ফুতে নিস্তেজ তথ্যপ্রযুক্তি নগরী, বন্ধ অফিস-দোকানপাট

Last Updated:

স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে থাকায় এককথায় নজির গড়ল কলকাতা।

#কলকাতা: জনতা কার্ফুতে সক্রিয়ভাবে অংশ নিল তথ্যপ্রযুক্তি নগরীও।   দেশজুড়ে এখন করোনা ভাইরাসের আতঙ্ক। সংক্রমণ ঠেকাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজ সকাল থেকে প্রধানমন্ত্রীর ডাকে সারা দেশ জুড়ে পালিত হয়  জনতা কার্ফু। বাদ গেল না শহর কলকাতাও। স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে থাকায় এককথায় নজির গড়ল  প্রাণের শহর , ভালবাসার- ভাললাগার  শহর কলকাতা।
খাঁ খাঁ করছে উত্তর থেকে দক্ষিণ। ‘জনতা কার্ফু’তে সাড়া দিতে রাস্তাঘাটে পুলিশ ছাড়া সেভাবে সাধারণ মানুষ চোখে পড়েনি। আর ছিলেন সংবাদমাধ্যমের কর্মীরা। অত্যন্ত জরুরী কাজ থাকায় রাস্তায় বেরিয়েছেন হাতে গোনা কয়েকজন । বাস আছে। অটো আছে । অন্যান্য পরিবহনের মাধ্যমও ছিল। কিন্তু নেই আম জনতা। যে নগরী  যে কোনো রাজনৈতিক দলের ডাকা ধর্মঘটেও থাকে সচল। কলকাতার সেই তথ্যপ্রযুক্তি নগরী সেক্টর ফাইভও আজ ছিল শুনশান। কর্মব্যস্ততা ভুলে জনতা কার্ফুতে সক্রিয় অংশগ্রহণ চোখে পড়েছে তথ্যপ্রযুক্তি কর্মীদের। রবিবার ছুটির দিন হলেও বিগত রবিবারগুলির চেনা সেক্টর ফাইভের কলেজ মোড়, এসডিএফ, টেকনোপলিস,  উইপ্রো-সর্বত্রই রবিবাসরীয় ছবিটা আজ ছিল সম্পূর্ণ অচেনা।
advertisement
সেক্টর ফাইভের আনাচে-কানাচে যতদূর চোখ যায় শুধুই নির্জনতার ছবি। দোকানপাট বন্ধ। পেশার তাগিদে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে যে ছবি উঠে এসেছে তার ব্যতিক্রম নয় তথ্যপ্রযুক্তি নগরীও। এরকম ছবি আগে যে কখনও  দেখা মেলেনি  তা জোর দিয়েই বলা যায়। রবিবার সকাল থেকেই তিলোত্তমা কলকাতা দেখিয়ে দিল' ইচ্ছে থাকলেই উপায় হয়। নিজে সতর্ক থাকলে অন্য কেও বাঁচানো সম্ভব'। সতর্ক ও সচেতনতার অসামান্য নজির রাখল মহানগর কলকাতা। সেই সঙ্গে তথ্যপ্রযুক্তি নগরীও।
advertisement
advertisement
VENKATESWAR  LAHIRI 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ধু ধু প্রান্তর! জনতা কার্ফুতে নিস্তেজ তথ্যপ্রযুক্তি নগরী, বন্ধ অফিস-দোকানপাট
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement