#কলকাতা: তীব্র গরমের দাবদাহে হাঁসফাঁস বাংলা ৷ তাপপ্রবাহের কারণে এবারে এগিয়ে আনা হল পুরসভা স্কুলে গরমের ছুটি ৷ আগামিকাল থেকে কলকাতার সমস্ত পুরসভা স্কুলে শুরু হচ্ছে গ্রীষ্মের ছুটি ৷
বুধবার কলকাতা পুরসভার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রচণ্ড গরমে ছাত্র-ছাত্রীদের কষ্টের কথা মাথায় রেখেই বৃহস্পতিবার ৯ মে ছুটির ঘোষণা করা হচ্ছে ৷ কাল থেকেই কলকাতা পুরসভার সমস্ত স্কুলে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি ৷ পূর্ব নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে থেকে পুরসভার স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৷
২ মে থেকে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Heat Wave, Kolkata Municipality, Municipal School, Summer Holidays