Panchayat Election 2023| Duare Sarkar|| আজ থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার, আবেদন জানানো যাবে ৪ নয়া প্রকল্পে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Duare Sarkar New Schemes: দুয়ারে সরকারে নতুন ৪ টি পরিষেবা প্রদান করা হবে। বিধবা ভাতা, মেধাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং বাংলা কৃষি সেচ যোজনার অন্তর্ভুক্ত মাইক্রো ইরিগেশন প্রকল্প।
কলকাতা: আজ ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ফের রাজ্যে শুরু হচ্ছে 'দুয়ারে সরকার'। ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত ৫ বার এই দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে রাজ্যে। দু'বছরে মোট ৩ লাখ ৭৫ হাজার ক্যাম্প হয়েছে। ৯ কোটির বেশি মানুষ এসেছেন ক্যাম্পগুলিতে, ৭ কোটি মানুষ পরিষেবা পেয়েছেন।
এ বারের ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকারে, প্রতি বুথ এরিয়াতে ক্যাম্প তৈরি হয়েছে। মোট ১ লাখ ক্যাম্প, যার মধ্যে ৭০ হাজার স্থায়ী, বাকিগুলি মোবাইল ক্যাম্প হিসেবে কাজ করবে। আজ ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন পরিষেবার আবেদন পত্র জমা নেওয়া এবং ১১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সেই আবেদনের পরিষেবা মিলবে। এবার আবেদন করার সঙ্গে সঙ্গেই অনুসন্ধান শুরু হবে।
advertisement
advertisement
এ বারের দুয়ারে সরকারে ৩৩ ধরণের পরিষেবায়ার জন্য মানুষ আবেদন করতে পারবেন। স্বাস্থ্য সাথী, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আধার পরিষেবা, মিউটেশন পরিষেবা, ভবিষ্য ক্রেডিট কার্ড, বিদ্যুতের নতুন সংযোগ, বিদ্যুৎ পরিষেবায় ছাড় পাওয়া, প্রতিবন্ধী সার্টিফিকেট, খাদ্য সাথী, পাট্টা দেওয়া, কাস্ট সার্টিফিকেট, কন্যাশ্রী-সহ নানাবিধ প্রকল্পের সুবিধা নিতে পারবেন রাজ্যের মানুষ।
advertisement
আরও পড়ুনঃ পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হচ্ছেন কারা? কী হতে চলেছে মাস্টারস্ট্রোক? সাফ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব এইচকে দ্বিবেদী জানান, এ বারের দুয়ারে সরকারে নতুন ৪ টি পরিষেবা প্রদান করা হবে। বিধবা ভাতা, মেধাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং বাংলা কৃষি সেচ যোজনার অন্তর্ভুক্ত মাইক্রো ইরিগেশন প্রকল্প। সারা রাজ্যে এ বার এই দুয়ারে সরকার প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য ৪৪জন আইএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য স্তর, জেলা স্তর এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম থাকছে। দুয়ারের সরকার প্রকল্প নিয়ে কোনও সমস্যা হলে প্রত্যেক ক্যাম্পে একটি করে কমপ্লেন বক্স রাখা থাকবে। যেখানে মানুষ অভিযোগ জমা দিতে পারবেন। সেই অভিযোগ সরাসরি নবান্ন থেকে নিষ্পত্তি করা হবে।
advertisement
দুয়ারে সরকারের হেল্পলাইন নম্বর ১৮০০ ৩৪৫ ০১১৭ অথবা ০৩৩ ২২১৪ ০৫১২। কোনও সমস্যা হলে এই নম্বরে সাধারন মানুষ ফোন করে জানতে যাবতীয় সমস্যার কথা।
ABHIJIT CHANDA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 10:05 AM IST