Duare Councilor| Bowbazar Metro|| পাতাল আতঙ্কে ঘরছাড়া শতাধিক! ভরসা দিতে বউবাজারে 'দুয়ারে কাউন্সিলর'
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Duare Councilor, Bowbazar Metro: ফুটপাতেই অস্থায়ী অফিস খুলে বসলেন কাউন্সিলর বিশ্বরূপ দে। বউবাজারে মেট্রো বিপর্যয়ের জেরে ফাটল আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
#কলকাতা: বউবাজারে 'দুয়ারে কাউন্সিলর'। ফুটপাতেই অস্থায়ী অফিস খুলে বসলেন কাউন্সিলর বিশ্বরূপ দে। বউবাজারে মেট্রো বিপর্যয়ের জেরে ফাটল আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এমতাবস্থায় বাসিন্দাদের পাশে থাকতেই বিশেষ উদ্যোগ নিলেন উত্তর কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে।
আজ থেকে ফুটপাতে বসছেন কাউন্সিলর। এ যেন 'দুয়ারে সরকার'-এর অনুপ্রেরণা। বউবাজারে দুর্গা পিতুরি লেনে স্থানীয় কাউন্সিলরের ঠিকানা এখন ফুটপাত। মেট্রো বিপর্যয়ের জন্য বাসিন্দাদের পাশে থাকতে ফুটপাতেই অস্থায়ী অফিস বানিয়ে ফেলেছেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
আরও পড়ুন: বাড়িটা ঠিক আছে তো এখনও? স্কুল ড্রেস পরে বাড়ি দেখতে এল ছোট্ট অংশুমান
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ অগস্ট, বউবাজারের বি বি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার স্ট্রিট, দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা ঘরছাড়া হয়েছিলেন। মেট্রো রেলের কাজের জন্য একের পর এক বাড়িতে বিশাল ফাটল ধরে। হেলে পড়েছিল বাড়ি। আতঙ্ক, ভয়ে ঘরছাড়া হয়েছিলেন অনেকেই। ফের সেই একই বিপর্যয় ঘটেছে। বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দাদের দাবি, 'আতঙ্ক নিয়েই গত ২ বছর ৯ মাস ধরে কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরেই বাড়ি কাঁপত, উপায় ছিল না। বারবার মেট্রো রেলকে জানিয়েও কোনও লাভ হয়নি।সামনেই মেট্রো রেলের এই সংক্রান্ত একটি অফিস রয়েছে, সেখানেও গিয়ে কোনও লাভ হত না। সব কিছুর জন্যই মেট্রো দায়ী।'
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2022 3:14 PM IST