Duare Councilor| Bowbazar Metro|| পাতাল আতঙ্কে ঘরছাড়া শতাধিক! ভরসা দিতে বউবাজারে 'দুয়ারে কাউন্সিলর'

Last Updated:

Duare Councilor, Bowbazar Metro: ফুটপাতেই অস্থায়ী অফিস খুলে বসলেন কাউন্সিলর বিশ্বরূপ দে। বউবাজারে মেট্রো বিপর্যয়ের জেরে ফাটল আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

#কলকাতা: বউবাজারে 'দুয়ারে কাউন্সিলর'। ফুটপাতেই অস্থায়ী অফিস খুলে বসলেন কাউন্সিলর বিশ্বরূপ দে। বউবাজারে মেট্রো বিপর্যয়ের জেরে ফাটল আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এমতাবস্থায় বাসিন্দাদের পাশে থাকতেই বিশেষ উদ্যোগ নিলেন উত্তর কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে।
আজ থেকে ফুটপাতে বসছেন কাউন্সিলর। এ যেন 'দুয়ারে সরকার'-এর অনুপ্রেরণা। বউবাজারে দুর্গা পিতুরি লেনে স্থানীয় কাউন্সিলরের ঠিকানা এখন ফুটপাত। মেট্রো বিপর্যয়ের জন্য বাসিন্দাদের পাশে থাকতে ফুটপাতেই অস্থায়ী অফিস বানিয়ে ফেলেছেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
আরও পড়ুন: বাড়িটা ঠিক আছে তো এখনও? স্কুল ড্রেস পরে বাড়ি দেখতে এল ছোট্ট অংশুমান
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ অগস্ট, বউবাজারের বি বি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার স্ট্রিট, দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা ঘরছাড়া হয়েছিলেন। মেট্রো রেলের কাজের জন্য একের পর এক বাড়িতে বিশাল ফাটল ধরে। হেলে পড়েছিল বাড়ি। আতঙ্ক, ভয়ে ঘরছাড়া হয়েছিলেন অনেকেই। ফের সেই একই বিপর্যয়  ঘটেছে। বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দাদের দাবি, 'আতঙ্ক নিয়েই গত ২ বছর ৯ মাস ধরে কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরেই বাড়ি কাঁপত, উপায় ছিল না। বারবার মেট্রো রেলকে জানিয়েও কোনও লাভ হয়নি।সামনেই মেট্রো রেলের এই সংক্রান্ত একটি অফিস রয়েছে, সেখানেও গিয়ে কোনও লাভ হত না। সব কিছুর জন্যই মেট্রো দায়ী।'
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Duare Councilor| Bowbazar Metro|| পাতাল আতঙ্কে ঘরছাড়া শতাধিক! ভরসা দিতে বউবাজারে 'দুয়ারে কাউন্সিলর'
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement