Fake Medicine: কম বেশি সকলেই খেয়েছে এই প্রেশারের ওষুধ! এবার তাও জাল... আপনার তালিকায় নেই তো?
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস এর তৈরি করা ওষুধ, যার ব্যাচ নম্বর 5240367, তা সম্পূর্ণ জাল বলে চিহ্নিত হয়েছে।
কলকাতা: নামি কোম্পানির প্রেসারের ওষুধ জাল। ‘গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস’-এর তৈরি করা ওষুধ, যার ব্যাচ নম্বর 5240367, তা সম্পূর্ণ জাল বলে চিহ্নিত হয়েছে। Telma -40 – হাই ব্লাড প্রেসার এবং হার্ট ফেলিওরের ওষুধ। এটিও গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালের তৈরি করা।
একটি ব্যাচ জাল বলে বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। যে ব্যাচ নম্বরটি জাল করা হয়েছে, তা হল 5240226। এই ওষুধটি আদৌ আসল সংস্থা তৈরি করেনি। অসৎ উদ্দেশ্যে বাজারে আনা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে।এটি হাই ডায়াবেটিক রোগীদের যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের জন্য প্রেসক্রাইব করা হয়। বুকে ব্যথা হলেও ব্যবহার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ কাশ্মীরে শুরু তুমুল অ্যাকশন! বিস্ফোরণে উড়ল পহেলগাঁও হামলার লস্কর জঙ্গির বাড়ি, এবার টার্গেট সরাসরি পাকিস্তান?
কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সি ডি এস সি ও এই পরীক্ষা করে। বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাস করতে পারেনি ৯৩টি ওষুধ। এ বছরের জানুয়ারি মাসে এই ওষুধগুলোকে ‘নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ (NSQ) বা সঠিক গুণমানের নয় বলে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রের তরফে। তার মধ্যে রয়েছে বহুল ব্যবহৃত কিছু ওষুধ।
advertisement
advertisement
গ্লেনমার্ক হেলথ কেয়ারের অত্যন্ত প্রচলিত রক্তচাপ কমানোর ওষুধ ‘টেলমা এ এম’, অ্যালকেম হেলথ কেয়ারের বমি বন্ধ করার ওষুধ ‘অন্ডেম ৪’। এছাড়াও টনসিল, ব্রংকাইটিস, গলা, কান, প্রস্রাবের সংক্রমণ বন্ধের অ্যান্টিবায়োটিক অ্যালার্জি বন্ধের ওষুধ, কফ সিরাপ রয়েছে। এই ওষুধগুলোর বেশিরভাগ প্রস্তুতকারক গুজরাটের ভদোদারা, আহমেদাবাদ, হিমাচল প্রদেশের বদ্দি, পুদুচেরি, মহারাষ্ট্রের তারাপুর, উত্তরাখণ্ডের রুরকি, হরিদ্বারে অবস্থিত।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 25, 2025 5:59 PM IST