Drone in Kolkata Sky: কলকাতার আকাশে অজানা ড্রোনের ঝাঁক! হেস্টিংস এলাকায় হঠাৎ কেন..কারা ওড়াল?

Last Updated:

হঠাৎ সাতটি ড্রোন রাতের আকাশে ময়দান এলাকায় উড়তে দেখে রহস‍্য দানা বেঁধেছে। পুলিশের দাবি, দক্ষিণ-পশ্চিম দিক থেকে এগুলো আসে। ভিক্টোরিয়ার উপর দিয়ে গিয়ে দ্য ৪২ এর পাশ দিয়ে পার্ক সার্কাসের অভিমুখে চলে যায়৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: সোমবার রাতে কলকাতার আকাশে দেখা মিলল অজানা ড্রোনের৷ বিষয়টি নজরে আসতেই তৎপর হয়েছে লালবাজার৷ লালবাজার সূত্রের খবর, মহেশতলা ও বেহালার দিক থেকে কলকাতা শহরের অভিমুখে সাত-সাতটি ড্রোনকে রাতের অন্ধকারে হঠাৎই উড়ে আসতে দেখা যায়৷ সেগুলি তারপর হেস্টিংস এলাকার উপর দিয়ে ময়দানের দিকে উড়ে যায়৷ কে ওড়াচ্ছিল ওই ড্রোন? কী উদ্দেশ্যেই বা ওড়ানো হচ্ছিল? হঠাৎ হেস্টিংসের মতো সেনা এলাকার উপর দিয়েই বা কেন উড়ছিল ড্রোন? প্রশ্ন অনেক৷
হঠাৎ সাতটি ড্রোন রাতের আকাশে ময়দান এলাকায় উড়তে দেখেই রহস‍্য দানা বেঁধেছে। পুলিশের দাবি, দক্ষিণ-পশ্চিম দিক থেকে এগুলো আসে। তারপর ভিক্টোরিয়ার উপর দিয়ে গিয়ে দ্য ৪২-এর পাশ দিয়ে পার্ক সার্কাসের অভিমুখে চলে যায়৷
advertisement
advertisement
লালবাজার সূত্রের খবর, বিষয়টি জানার পর ইস্টার্ন কম‍্যান্ড ফোর্ট উইলিয়মে যোগাযোগ করা হয়েছিল৷ সেনার তরফে কোনও মহরা চলছিল কি না, তা জানতে চাওয়া হয়েছিল। সেনার তরফে জানানো হয়, এমন কোনও মহরা হয়নি। এরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে লালবাজারের তরফে।
advertisement
এরপরেই সেনা সূত্রে জারি করা হয় এক বিবৃতি৷ বিবৃতিতে বলা হয়, ‘‘সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা কলকাতার আকাশে কিছু ড্রোন দেখতে পাওয়ার গিয়েছে৷ আমরা ঘটনার সত্যতা যাচাই করে দেখছি৷ খুব তাড়াতাড়িই আমরা বিষয়টি নিয়ে জানাব৷ ততক্ষণ অনুরোধ, কোনও রকমের জল্পনা বা গুজব না ছড়াতে আবেদন জানাচ্ছি৷ সরকারি তথ্য পাওয়ার পর্যন্ত অপেক্ষা করুন৷’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Drone in Kolkata Sky: কলকাতার আকাশে অজানা ড্রোনের ঝাঁক! হেস্টিংস এলাকায় হঠাৎ কেন..কারা ওড়াল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement