Taxi driver murder: চোখের সামনে ট্যাক্সি চুরি, রুখতে গিয়ে মৃত চালক! সাতসকালে কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
গাড়ি থামাতে ট্যাক্সির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন মহম্মদ ফিরোজ৷ কিন্তু গাড়ি না থামিয়ে ওই ট্যাক্সিচালককে একটি লাইট পোস্টের সঙ্গে পিষে দেয় অভিযুক্ত যুবক৷
কলকাতা: রাস্তার পাশে ট্যাক্সি দাঁড় করিয়ে গাড়ি ধুচ্ছিলেন চালক৷ হঠাৎই সেই ট্যাক্সি চুরি করে পালানোর চেষ্টা করে এক যুবক৷ চোখের সামনে ট্যাক্সি চুরি হয়ে যেতে দেখে থামাতে যান চালক৷ কিন্তু গাড়ি না থামিয়ে ওই চালককে কার্যত পিষে দিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত৷
মঙ্গলবার সকালে এমনই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকল কলকাতার জাকারিয়া স্ট্রিট৷ গুরুতর আহত অবস্থায় ওই মাঝবয়সি ট্যাক্সি চালককে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ অভিযুক্ত যুবককে অবশ্য ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা৷ পরে পুলিশ তাকে গ্রেফতার করে, উদ্ধার হয়েছে ট্যাক্সিটিও৷
পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ জাকারিয়া স্ট্রিটের ধারে ট্যাক্সি দাঁড় করিয়ে গাড়ি পরিষ্কার করছিলেন মহম্মদ ফিরোজ (৫২) নামে ওই ট্যাক্সি চালক৷ হঠাৎই তিনি লক্ষ্য করেন, গাড়িটি চলতে শুরু করেছে৷ তখনই তিনি দেখেন, এক যুবক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করছে৷
advertisement
advertisement
গাড়ি থামাতে ট্যাক্সির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন মহম্মদ ফিরোজ৷ কিন্তু গাড়ি না থামিয়ে ওই ট্যাক্সিচালককে একটি লাইট পোস্টের সঙ্গে পিষে দেয় অভিযুক্ত যুবক৷ বুকে এবং পেটে গুরুতর আঘাত লাগে ওই ট্যাক্সি চালকের৷
advertisement
যদিও স্থানীয় বাসিন্দারাই গাড়ি সমেত ওই অভিযুক্তকে ধরে ফেলেন৷ ধৃত যুবকের নাম জাভেদ আহমেদ (২৯)৷ তাঁকে গ্রেফতার করে জোড়াসাঁকো থানার পুলিশ৷
গুরুতর আহত অবস্থায় ওই ট্যাক্সি চালককে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ পরে মৃত ট্যাক্সি চালকের ছেলে মহম্মদ ইমরোজ জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেন৷ মৃত ট্যাক্সি চালক জোড়াসাঁকো থানা এলাকার রাজ মোহন স্ট্রিটের বাসিন্দা ছিলেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2024 8:52 PM IST