Big Breaking: Water in Kolkata: কলকাতার বহু এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ! কবে, কোথায়-কোথায় বন্ধ পরিষেবা?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Water in Kolkata: পুর কমিশনার বিনোদ কুমার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, আগামী ২৬ মার্চ সকাল ১০ টা থেকে দক্ষিণ কলকাতায় কিছু এলাকায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা।
#কলকাতা: আগামী ২৬ মার্চ শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্ধ থাকবে পরিশ্রুত পানীয় জল সরবরাহ। বিজ্ঞপ্তি জারি করে এমনই জানাল কলকাতা পুরসভা। পুর কমিশনার বিনোদ কুমার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, আগামী ২৬ মার্চ সকাল ১০ টা থেকে দক্ষিণ কলকাতায় কিছু এলাকায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা।
ধাপার জয় হিন্দ জল প্রকল্পের মেরামতির কাজের জন্য জল সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত বন্ধ থাকবে জল পরিষেবা। ফলে বাইপাস সংলগ্ন অঞ্চল পিকনিক গার্ডেন, মুকুন্দপুর, আনন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, দুর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চান্নগ্রাম এবং সার্ভে পার্কে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।
advertisement
আরও পড়ুন: অসুস্থতা ছিল না, কিন্তু বুধবার বদলে গেল পরিস্থিতি! অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর কারণ কী?
advertisement
জয় হিন্দ জল প্রকল্পের মেরামতির কাজের পাশাপাশি জি জে খান বুস্টার পাম্পিং স্টেশন সহ বিভিন্ন পাম্পিং স্টেশন যেমন মুকুন্দপুর, আনন্দপুর, পাটুলি, তেলিপাড়া, সি এন রায় রোড বুস্টার পাম্পিং স্টেশন, জি এস বোস এবং তোপসিয়া পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহের কাজ বিঘ্নিত হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
advertisement
কলকাতা পুরসভার ৭, ১০, ১১ এবং ১২ নম্বর বোরোর আংশিক অঞ্চলে জল সরবরাহ বন্ধ থাকবে। ওয়ার্ডভিত্তিক যেমন ৫৭, ৫৮, ৬৬, ৬৭, ৯১, ৯২, ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯ এবং ১১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কলকাতা পৌর সংস্থার মাধ্যমে দেওয়া জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2022 9:36 AM IST