দ্বিতীয় হুগলি সেতুতে টোল ট্যাক্স দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব
Last Updated:
এবার দ্বিতীয় হুগলি সেতু পেরোতে টোল ট্যাক্স লাগতে পারে দ্বিগুণ।
#কলকাতা: এবার দ্বিতীয় হুগলি সেতু পেরোতে টোল ট্যাক্স লাগতে পারে দ্বিগুণ। বাইক, প্রাইভেট গাড়ি, ট্যাক্সি, মিনিবাস বা পণ্যবাহী গাড়ি। সমস্ত ক্ষেত্রেই টোল ট্যাক্স দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে এইচআরবিসি। সেতু দিয়ে যান চলাচল বেড়ে যাওয়ায় রক্ষণাবেক্ষণের খরচও বেড়েছে। কিন্তু বাড়েনি টোল ট্যাক্স। তাই টোলের হার দ্বিগুণ করেই নবান্নে প্রস্তাব পাঠিয়েছে এইচআরবিিস। অর্থ দফতরের সবুজ সঙ্কেত মিললেই বাড়তে পারে টোল ট্যাক্স।
দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। ১৯৯২ সালের ১০ অক্টোবর চালু হয় ৮২৩ মিটার লম্বা, ৩৫ মিটার চওড়া এই সেতু। ২০১০ সােল শেষবার এই সেতুর টোল ট্যাক্স বেড়েছিল। দ্বিতীয় হুগলি সেতুতে এখন টোল ট্যাক্স......
দ্বিতীয় হুগলি সেতুতে টোল
advertisement
----------------------------
প্রাইভেট গাড়ি বা ট্যাক্সি- ১০ টাকা
advertisement
বাস - ৫০ টাকা
মিনিবাস- ২৫ টাকা
পণ্যবাহী চার চাকা গাড়ি- ২০ টাকা
বাইক- ৫ টাকা
লরি ৮০ টাকা
ট্রেলার- ১১০ টাকা
সমস্ত যানবাহনের ক্ষেত্রেই এই টোল ট্যাক্স দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব দিল সেতুর দায়িত্বে থাকা হুগলি ব্রিজ কমিশনার বা এইচআরবিসি। নবান্নে পরিবহণ দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে।
advertisement
কেন টোল বাড়ানোর প্রস্তাব ?
----------------------------
- সম্প্রতি সেতুর মেরামতিতে অনেক খরচ হয়েছে
- ২০১৩ সালে প্রশাসনিক ভবন নবান্নে স্থানান্তরিত হওয়ার পর বেড়েছে গাড়ির চাপ
- আগে প্রতিদিন গড়ে যানচলাচল ৮৫ হাজার
- এখন প্রতিদিন গড়ে যানচলাচল ৯২-৯৩ হাজার
advertisement
- যানচলাচল বাড়ায় রক্ষণাবেক্ষণের খরচ বেড়েছে
রাজ্যের পরিবহণ দফতর টেন্ডার করে বেসরকারি সংস্থাকে সেতুতে টোল আদায়ের ছাড়পত্র দেয়। এইচআরবিসি টোলের হার দ্বিগুণ করেই প্রস্তাব পাঠিয়েছে রাজ্য পরিবহণ দফতরে। পরিবহণ দফতর এই প্রস্তাব পাঠিয়েছে অর্থ দফতরের কাছে। সূত্রের খবর, টোল বৃদ্ধির ব্যাপারে চলতি মাসেই সবুজ সঙ্কেত মেলার সম্ভাবনা আছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2018 8:58 AM IST