বাড়ি ফিরলেন ফিরহাদ, হাসপাতালেই থাকতে হবে বাকি তিন জনকে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিনই নারদ কাণ্ডে (Narada Scam) ধৃত চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে আদালত৷
#কলকাতা: প্রেসিডেন্সি জেল থেকে আজই বাড়ি ফিরলেন ফিরহাদ হাকিম৷ কিন্তু নারদ কাণ্ডে ধৃত বাকি তিন নেতাকে এসএসকেএম হাসপাতালেই থাকতে হচ্ছে৷ এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিন নেতার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান সরোজ মণ্ডল এমনই জানিয়েছেন৷
এ দিনই নারদ কাণ্ডে ধৃত চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে আদালত৷ ফলে জেল হেফাজত থেকে বাড়ি ফেরার অনুমতি পান তাঁরা৷ কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশের প্রতিলিপি প্রেসিডেন্সিট জেলে পৌঁছনোর পরেই ফিরহাদ হাকিমকে জেল থেকে বের করার প্রস্তুতি শুরু দেয় কর্তৃপক্ষ৷ প্রেসিডেন্সি জেলে পৌঁছন তাঁর পরিবারের সদস্য এবং আইনজীবীরা৷ জেলের বাইরে ভিড় করেন মন্ত্রীর বেশ কিছু অনুগামী৷ যদিও মন্ত্রীর পরিবারের তরফে বার বারই কোনও জমায়েত না করার জন্য অনুরোধ করা হয়েছে৷
advertisement
ফিরহাদ বাড়ি ফিরলেও অসুস্থতার কারণেই এসএসকেএম হাসপাতালে থাকতে হচ্ছে সুব্রত, মদন এবং শোভনকে৷ এ দিন নিজেদের মধ্যে বৈঠকের পর মেডিক্যাল বোর্ডের তরফে জানানো হয়, তিন নেতাকেই এখন হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন রয়েছে৷
advertisement
এসএসকেএম-এ চিকিৎসাধীন এই তিন নেতারই সিওপিডি-র সমস্যা রয়েছে৷ তার মধ্যে সুব্রত মুখোপাধ্যায়ের দীর্ঘদিন ধরেই ভোকাল কর্ড-এ সমস্যায় ভুগছেন৷ এই সমস্যার কারণে অতীতে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাঁকে৷ কিন্তু শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় একটানা নেবুলাইজার নেওয়ার ফলে সেই সমস্যা আরও বেড়েছে৷ প্রবীণ মন্ত্রীর গলার স্বর এতটাই ক্ষীণ হয়ে গিয়েছে যে তা প্রায় শোনা যাচ্ছে না৷ সেই কারণেই এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা পঞ্চায়েত মন্ত্রীকে 'স্পিচ থেরাপি' করানোর পরামর্শ দিয়েছেন৷ এখনও শ্বাসকষ্ট রয়েছে পঞ্চায়েত মন্ত্রীর৷ কিছুটা উদ্বেগেও রয়েছেন তিনি৷ ফলে এখনই তাঁকে ছুটি দিতে চাইছেন না চিকিৎসকরা৷
advertisement
ধৃত আর এক নেতা শোভন চট্টোপাধ্যায়ের এ দিনই সিরোসিস অফ লিভারের সমস্যা ধরা পড়েছে৷ বৃহস্পতিবারই তাঁর পেটের আল্ট্রা সোনোগ্রাফি করা হয়৷ তাতেই এই সমস্যা ধরা পড়ে৷ এর আগেও এই সমস্যায় ভুগেছেন শোভন৷ হাসপাতাল সূত্রে খবর, চড়া ডায়াবিটিসের কারণে প্রাক্তন মেয়রের চোখেও সমস্যা দেখা দিয়েছে৷ তাঁর হৃদযন্ত্রেও কিছুটা সমস্যা রয়েছে৷ ফলে তাঁকেও আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে৷ তবে শোভনকে বাড়ি নিয়ে গিয়েই চিকিৎসার পক্ষে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী৷ যদিও, সেই অনুমতি দেননি চিকিৎসকরা৷
advertisement
কামারহাটির বিধায়ক মদন মিত্রেরও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে৷ তাঁকেও টানা অক্সিজেন দিতে হচ্ছে৷ মদন মিত্রের ফুসফুসেও সামান্য সংক্রমণ ধরা পড়েছে৷ এই সংক্রমণ নিয়ন্ত্রণ করাই চিকিৎসকদের প্রাথমিক লক্ষ্য৷ তাছাড়া কয়েকদিন আগে করোনা আক্রান্ত হওয়ায় এখনও শারীরিক ভাবে কিছুটা দুর্বল তিনি৷ মদনের পরিবার অবশ্য তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতে রাজি নয়৷ মন্ত্রী ছেলে শুভরূপ মৈত্র জানান, চিকিৎসকরা যে পরামর্শ দেবেন সেটাই মেনে চলবেন তাঁরা৷ ফলে আদালতের অনুমতি থাকলেও শুক্রবার অন্তত বাড়ি ফেরা হচ্ছে না সুব্রত, মদন ও ফিরহাদের৷
advertisement
Avijit Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2021 6:51 PM IST