হর্নের ঠেলায় জেরবার কলকাতা, বাড়ছে বিকট শব্দের হর্নের চাহিদা
Last Updated:
#কলকাতা: টালা থেকে টালিগঞ্জ, বেহালা থেকে বালিগঞ্জ... কান পাতলে শুধুই হর্নের ডাক। দু’চাকা হোক বা চার। কিংবা ছ’চাকা। হর্নের দৌরাত্মে কান পাতা দায়। চাহিদা বাড়ছে বেআইনি এয়ারহর্নের। বাজারে এখন মুরগি হর্ন, ডগ হর্ন ,শঙ্খ হর্নের দাপট। বিরক্ত লাগছে তো? সকাল হোক বা বিকেল। ধর্মতলা, রাসবিহারি , শিয়ালদহ, পার্ক স্ট্রিট , আলিপুর কিংবা উল্টোডাঙা। শব্দদূষণে জেরবার সুন্দরী তিলোত্তমা। হর্নের আওয়াজে কান ঝালাপালা। সিগনাল খুলতেই নিয়ম মেনে এগোচ্ছে গাড়ি। তাহলে অহেতুক হর্ন কেন? আসলে সকলেই চাইছে, গতির শহরে এক হর্নেই সাফ হয়ে যাক রাস্তা।
মল্লিকবাজার হোক বা ওয়েলিংটন। গাড়ির যন্ত্রাংশের বাজার সরগরম। চাহিদা একটাই, গগণভেদী শব্দ। বাইকে বাজছে চার-চাকার হর্ন। আর চারচাকায় হর্ন বাজছে ছ’চাকার সুরে। থুরি। শব্দে। দক্ষ মিস্ত্রির দক্ষতায় মূহূর্তে বদলে যাচ্ছে গাড়ির হর্ন। একটানা হর্ন বাজাতে ব্যবহার করা হচ্ছে চেঞ্জার। বেআইনি মুরগি হর্ন, ডগ হর্ন ,শঙ্খ হর্নের বাজার তুঙ্গে । চোরাগোপ্তা মিলছে এয়ারহর্নও। গাড়িওলাদের যুক্তি , জোরে হর্ন না বাজালে মানুষ গুরুত্ব দেয় না। নর্মাল হর্ন কানে যায় না এসি গাড়ির চালকদেরও। অগত্যা....
advertisement
শুধু হর্ন নয়। বাইকের সাইলেন্সার পাইপেও ভরে দেওয়া হচ্ছে বিকট আওয়াজ। বাইকারদের অজুহাত, হেডফোন লাগিয়ে রাস্তায় হাঁটে পাবলিক। হর্ন না বাজালে তো অ্যাক্সিডেন্ট হবে। বাইক বা গাড়ির ক্ষেত্রে ট্রাফিক আইন ভাঙলে যেভাবে ধরপাকড় হয়, শব্দদূষণের ক্ষেত্রে ততটা কড়া পদক্ষেপ হয় কি?
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে
Location :
First Published :
October 20, 2019 1:04 PM IST