নির্বাচন কমিশনারকে তলব করা নিয়ে সম্মুখ সমরে দিলীপ-পার্থ

Last Updated:

নির্বাচন কমিশনার অমেরেন্দ্রকুমার সিংকে তলব করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি ৷ এরপরই যুযুধান দুই রাজনৈতিক দল ৷ মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নালিশ করেন দিলীপ ঘোষ ৷ এরপরই ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ৷

#কলকাতা: নির্বাচন কমিশনার অমেরেন্দ্রকুমার সিংকে তলব করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি ৷ এরপরই যুযুধান দুই রাজনৈতিক দল ৷ মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নালিশ করেন দিলীপ ঘোষ ৷ এরপরই ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পর বিজেপির রাজ্য সভাপতির দাবি, রাজ্যপালও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের পক্ষে। তৃণমূল কংগ্রেসের পালটা অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক দলের কথায় চলছেন রাজ্যপাল।
তৃণমূলের দাবি, বিজেপি দলের সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই এবার সন্ত্রাসের অভিযোগকে হাতিয়ার করেছেন দিলীপ ঘোষরা। এ নিয়ে রাজ্যপালের কাছে নালিশও জানানো হয়েছে দলের তরফে। এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'রাজ্যপাল চান কেন্দ্রীয় বাহিনী আসুন, বিজেপির অভিযোগই শুনছেন উনি। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষের মনে রাজ্যপালের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন জাগছে ৷’ যদিও দিলীপ ঘোষের দাবি, ‘রাজ্যপালও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের পক্ষে ৷’
advertisement
উল্লেখ্য, বুধবার রাজ্য নির্বাচন কমিশনার ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করার কথা রাজ্যপালের। দাবি বিজেপির। তার আগে, দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে পালটা আক্রমণে জোড়াফুল শিবিরও। তৃণমূল মহাসচিব বিঁধেছেন রাজ্যপালকেও। পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে ৷ একটি দলের কথায় চলছেন রাজ্যপাল ৷’
advertisement
অপরদিকে, দিলীপ ঘোষ বলেন, ‘দলবল নিয়ে মনোনয়ন জমা দেব। পঞ্চায়েত ভোটে পাল্টা মারব ।’ তাঁর এহেন মন্তব্যের পরই রাজ্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতির নেতিবাচক প্রভাব পড়েছে । শাসকদলের বিরুদ্ধে অনুন্নয়নের অস্ত্রও ভোঁতা হয়ে গিয়েছে । তাই কি সন্ত্রাসের অভিযোগকে ঢাল করে কেন্দ্রীয় নেতৃত্বের রোষ থেকে বাঁচতে চাইছেন দিলীপ ঘোষরা? প্রশ্নটা তুলে দিল বিজেপির রাজ্য নেতৃত্বের পদক্ষেপ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নির্বাচন কমিশনারকে তলব করা নিয়ে সম্মুখ সমরে দিলীপ-পার্থ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement