Dilip Ghosh: অনুব্রত নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ! ছাড়লেন না পার্থ জ্যোতিপ্রিয়কেও! কী এমন বললেন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Dilip Ghosh: জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনা ঘিরে রাজনৈতিক হিংসা থেকে তৃণমূলের সাংগঠনিক রদবদল। সব নিয়েই রীতিমতো ঝাঁঝালো মন্তব্য শোনা গেল দিলীপ ঘোষের মুখে।
কলকাতা: কালীপুজো-দীপাবলি শেষে ফের স্বমেজাজে দিলীপ ঘোষ। প্রতিদিনের মতোই ইকো পার্কে মর্নিং ওয়াক করতে এসে একের পর এক রাজনৈতিক বিষয়ে মুখ খুললেন বিজেপির প্রবীণ নেতা। জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনা ঘিরে রাজনৈতিক হিংসা থেকে তৃণমূলের সাংগঠনিক রদবদল। সব নিয়েই রীতিমতো ঝাঁঝালো মন্তব্য শোনা গেল দিলীপ ঘোষের মুখে।
অনুব্রত মণ্ডলকে নিয়ে তৃণমূলের অবস্থান প্রসঙ্গে এদিন কার্যত বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট বলেন, “ওই একজনই তৃণমূলের সফল জেলা সভাপতি। বাকিরা যায় আসে। ওরাই ভোট করে। ওরাই সংগঠন করে।” এই প্রসঙ্গে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে দিলীপের মন্তব্য, “পার্থ, বালুর বিকল্প আছে।”
advertisement
advertisement
“তাহলে কি অনুব্রতর বিকল্প নেই?” সাংবাদিকদের প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, “উনি কয়লা, বালি, পাথর, গরু, চাকরি, সব জায়গায় লুঠ করেছে। পার্টিকে সুবিধা দিয়েছে। তাই ওকে ঝেড়ে ফেলতে সময় লাগছে। বাকিরা দিদির নামে করে খেয়েছেন। অনুব্রত মণ্ডলের গুরুত্ব অনেক বেশি। তিনি দিদিকে বড় করেছেন।”
advertisement
অন্যদিকে এথিক্স কমিটির সিদ্ধান্তের পরেও মহুয়া মৈত্রকে কৃষবনগরের দায়িত্বে রাখা প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, “মহুয়া আগেও জেলা সভাপতি হয়েছেন। হয়ত দল ভাবছে, সাংসদ পদ তো চলে যাবে। কিছু একটা দিয়ে রাখি। নাহলে হয়তো পার্টি ছেড়ে চলে যাবে।”
জয়নগর কাণ্ড প্রসঙ্গে প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষের কটাক্ষ, “এই ধরনের হত্যাকাণ্ড ও ধংসলীলা আজ নয়। অনেকদিন ধরেই হচ্ছে। বগটুই ও বীরভূমের একাধিক জায়গা। মূলত সংখ্যালঘু সমাজকে টার্গেট করা হচ্ছে। লড়াই ওদের মধ্যে। আর সেটা নিয়ে রাজনীতি করা হচ্ছে। ওদের রাজনীতির বোরে হিসেবে ব্যবহার করা হচ্ছে। দুষ্কৃতিদের নেতা বানিয়ে উৎসাহ দেওয়া হচ্ছে। তারা যা খুশি করে বেড়াচ্ছে। যারা সরকারি পার্টিতে আছে, তারা সংরক্ষণ পাচ্ছে। আর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এক জিনিস বগটুইতে হয়েছিল। সরকার কোথায়? মুখ্যমন্ত্রী কোথায়?”
advertisement
শঙ্কু সাঁতরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2023 9:21 AM IST