Dilip Ghosh: শুভেন্দু বলছেন 'ডাকলেই যাবো', দিলীপের 'খিচুড়ি' কটাক্ষ! চিকিৎসকদের আন্দোলন নিয়ে বিজেপিতে ভিন্ন মত?

Last Updated:

বিরোধী দলনেতা যখন এ কথা বলছেন তখন ভিন্ন সুর দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়দের মুখে৷

জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়েও বিজেপির অন্দরের মতপার্থক্য প্রকট?
জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়েও বিজেপির অন্দরের মতপার্থক্য প্রকট?
কলকাতা: জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বঙ্গ বিজেপি-র মধ্যেই ভিন্নমত? চিকিৎসকদের আন্দোলনকে প্রথম থেকেই সমর্থনের কথা শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে৷ রবিবার তিনি এমনও বলেছেন, জুনিয়র চিকিৎসকরা চাইলেই পতাকা ছাড়া তাঁদের আন্দোলনে যোগ দেবেন বিজেপি নেতারা৷
বিরোধী দলনেতা যখন এ কথা বলছেন তখন ভিন্ন সুর দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়দের মুখে৷ হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট মনে করেন, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে রাজনৈতিক নেতাদের নাক গলানোরই দরকার নেই৷ আরও চাঁছাছোলা ভাষায় দিলীপ ঘোষ আবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে খিচুড়ি আন্দোলন বলেই কটাক্ষ করে বসেছেন৷
advertisement
advertisement
রবিবার শুভেন্দু অধিকারী বলেন, ‘ডাক্তারদের সব আন্দোলন, অরাজনৈতিক৷ বিজেপির সমর্থন রয়েছে৷ তাঁরা যেদিন বলবেন বিজেপির জনপ্রতিনিধি, নেতারা পতাকা ছাড়া আন্দোলনে যেতে পারেন, আমরাও চলে যাবো৷ তাঁরা সে ডাক এখনও দেননি৷’
যদিও লকেট চট্টোপাধ্যায় আবার ভিন্নমত পোষণ করে জানান, ‘অনেকেই চিকিৎসকদের আন্দোলনের রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে৷ বিভিন্ন দলের লোকজন এসে চিকিৎসকদের দাবি দাওয়াকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে৷ আমার মনে হয়, জুনিয়র ডাক্তাররা যখন চাইছেন না, রাজনৈতিক ভাবে সেখানে না যাওয়াই ভাল৷ জুনিয়র ডাক্তারদের আন্দোলন জুনিয়র ডাক্তারদেরই থাকুক৷’
advertisement
দিলীপ ঘোষ অবশ্য নিজস্ব ভঙ্গিতেই রাখঢাক না করে বলে দিয়েছেন, ‘এই যে আন্দোলন চলছে, কে চালাচ্ছে, কোন দিকে যাচ্ছে আমরাও বুঝতে পারছি না পাবলিকও বুঝতে পারছে না৷ বামপন্থীরাই পিছন থেকে চালাচ্ছে৷ আবার ওদেরই পুরনো লোক একজন চিকিৎসক গিয়ে আবার কুণালবাবুর সঙ্গে বৈঠক করছেন৷ তার মানে খিচুড়িটা কী তৈরি হচ্ছে বোঝা যাচ্ছে না৷ আরজি করের ঘটনা নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেটা গৌণ হয়ে যাচ্ছে৷ সেটাই যেন আন্দোলনের মুখ্য বিষয় থাকে৷’
advertisement
চিকিৎসকদের আন্দোলন নিয়ে দলের প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদের এ হেন মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে রাজ্য বিজেপি৷ এই সূত্রেই ফের একবার প্রকাশ্যে চলে এল বিজেপির আদি নব্য দ্বন্দ্বও৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: শুভেন্দু বলছেন 'ডাকলেই যাবো', দিলীপের 'খিচুড়ি' কটাক্ষ! চিকিৎসকদের আন্দোলন নিয়ে বিজেপিতে ভিন্ন মত?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement