‘নির্যাতিত’ মানুষদের কণ্ঠ তুলে ধরতে বিজেপি আনল গণতান্ত্রিক মুক্তমঞ্চ ‘বঙ্গভূমি’

Last Updated:

নির্ভীকভাবে মুক্ত কণ্ঠে নিজের কথা তুলে ধরতে রাজ্য গেরুয়া শিবির আনল নিউজ পোর্টাল ‘বঙ্গভূমি’ ৷ তবে একে দলীয় মুখপত্র বলতে নারাজ রাজ্য বিজেপি ৷

#কলকাতা: গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধ করছে শাসক দল ৷ নির্যাতিত মানুষের সত্যিটা সামনে আসতে দিচ্ছেন না ৷ সাংবাদিক মহলে বহুদিন ধরেই জোড়াফুলের বিরুদ্ধে রয়েছে চাপা ক্ষোভ, দাবি বিজেপির ৷ সেই জায়গা থেকেই নির্যাতিত মানুষদের নির্ভীকভাবে মুক্ত কণ্ঠে নিজের কথা তুলে ধরতে রাজ্য গেরুয়া শিবির আনল নিউজ পোর্টাল ‘বঙ্গভূমি’ ৷ তবে একে দলীয় মুখপত্র বলতে নারাজ রাজ্য বিজেপি ৷
বৃহস্পতিবার প্রেস ক্লাবে এই ‘বঙ্গভূমি’ নিউজের উদ্বোধন করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ উপস্থিত ছিলেন রন্তিদেব সেনগুপ্ত, মোহিত রায় ও রাজু বন্দ্যোপাধ্যায় ৷ বঙ্গভূমি নিউজের দায়িত্বে আছেন বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত ৷ রাজ্যে পদ্মশিবিরের পক্ষে জনমত গড়ে তুলতে নয়া উদ্যোগ বঙ্গভূমি নিউজ ৷
জনমত গড়ে তুলতে এমন প্ল্যাটফর্মের সাহায্য নেওয়া এই প্রথম নয় ৷ এর আগে কেন্দ্রে ইউপিএ সরকারের বিপক্ষে ও মোদির সমর্থনে জনমত গড়ে তুলতে এমনই উদ্যোগ নিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ তার প্রভাবও ভালই পড়ে ছিল ভোটবাক্সে ৷ মোদি ঝড়ে সংসদ জুড়ে তখন শুধু ফুটন্ত পদ্ম ৷ সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এবার বাংলার ভোট ময়দানেও একই ফর্মুলা অবলম্বন করেই শাসক দলের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করতে চাইছে গেরুয়া শিবির ৷ বাংলার মাটিতে বঙ্গভূমি নিউজ কোন বার্তা বয়ে আনে তা বলবে ভবিষ্যত ৷
advertisement
advertisement
Arup Dutta
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘নির্যাতিত’ মানুষদের কণ্ঠ তুলে ধরতে বিজেপি আনল গণতান্ত্রিক মুক্তমঞ্চ ‘বঙ্গভূমি’
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement