#কলকাতা: গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধ করছে শাসক দল ৷ নির্যাতিত মানুষের সত্যিটা সামনে আসতে দিচ্ছেন না ৷ সাংবাদিক মহলে বহুদিন ধরেই জোড়াফুলের বিরুদ্ধে রয়েছে চাপা ক্ষোভ, দাবি বিজেপির ৷ সেই জায়গা থেকেই নির্যাতিত মানুষদের নির্ভীকভাবে মুক্ত কণ্ঠে নিজের কথা তুলে ধরতে রাজ্য গেরুয়া শিবির আনল নিউজ পোর্টাল ‘বঙ্গভূমি’ ৷ তবে একে দলীয় মুখপত্র বলতে নারাজ রাজ্য বিজেপি ৷
বৃহস্পতিবার প্রেস ক্লাবে এই ‘বঙ্গভূমি’ নিউজের উদ্বোধন করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ উপস্থিত ছিলেন রন্তিদেব সেনগুপ্ত, মোহিত রায় ও রাজু বন্দ্যোপাধ্যায় ৷ বঙ্গভূমি নিউজের দায়িত্বে আছেন বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত ৷ রাজ্যে পদ্মশিবিরের পক্ষে জনমত গড়ে তুলতে নয়া উদ্যোগ বঙ্গভূমি নিউজ ৷
জনমত গড়ে তুলতে এমন প্ল্যাটফর্মের সাহায্য নেওয়া এই প্রথম নয় ৷ এর আগে কেন্দ্রে ইউপিএ সরকারের বিপক্ষে ও মোদির সমর্থনে জনমত গড়ে তুলতে এমনই উদ্যোগ নিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ তার প্রভাবও ভালই পড়ে ছিল ভোটবাক্সে ৷ মোদি ঝড়ে সংসদ জুড়ে তখন শুধু ফুটন্ত পদ্ম ৷ সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এবার বাংলার ভোট ময়দানেও একই ফর্মুলা অবলম্বন করেই শাসক দলের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করতে চাইছে গেরুয়া শিবির ৷ বাংলার মাটিতে বঙ্গভূমি নিউজ কোন বার্তা বয়ে আনে তা বলবে ভবিষ্যত ৷
Arup Dutta