ডিজিটাল রেশন কার্ডের আবেদনের সময়সীমা বাড়ল

পুরনো রেশন কার্ডে রেশন তোলার সময়সীমা বাড়াল সরকার ৷ সময়সীমা ১ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে করা হল ১ মার্চ পর্যন্ত ৷ নতুন

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: পুরনো রেশন কার্ডে রেশন তোলার সময়সীমা বাড়াল সরকার ৷ সময়সীমা ১ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে করা হল ১ মার্চ পর্যন্ত ৷ নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য ফের আবেদন করা যাবে ৷ ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে ৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিশেষ বৈঠকের মধ্যে দিয়েই এই সিদ্ধান্ত নেয় ৷

    মুখ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ‘কোনও রেশন কার্ডই বাতিল নয় ৷ ১ মার্চের পর পুরনো রেশন কার্ডে কেরোসিন ৷ কেরোসিন তুলতে পারবেন গ্রাহকরা ৷ যারা রেশন সামগ্রী নিতে চান না ৷ রেশন থেকে শুধু কেরোসিন নিতে চান ৷ অথবা পরিচয়পত্র হিসেবে রেশন কার্ড চান ৷ তাদের জন্য বিকল্প পরিকল্পনা রয়েছে ৷ ’

    First published:

    Tags: Card, Digital Ration Card, Ration, West bengal