ডিজিটাল রেশন কার্ডের সময়সীমা বাড়ল
Last Updated:
রাজ্যে এনআরসি হতে পারে সেই আশঙ্কায় অনেকেই পরিচয়পত্র হিসেবে ডিজিটাল রেশন কার্ড পেতে চাইছেন দ্রুত।
#কলকাতা: ডিজিটাল রেশন কার্ডের সময়সীমা বাড়ল৷ নতুন রেশন কার্ড ও সংশোধনের সময়সীমা বাড়ানো হল৷ ৫ নভেম্বর শুরু হবে রেশন কার্ড সংশোধনের কাজ৷ ৩০ নভেম্বর পর্যন্ত রেশন কার্ডের কাজ চলবে৷ আপাতত ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কাজ৷
ইতিমধ্যেই ডিজিটাল রেশন কার্ডের আবেদনের জন্য ভিড় হচ্ছে জেলাগুলিতে৷ জেলায় প্রায় ৪০ লক্ষ মানুষের হাতে ডিজিটাল রেশন কার্ড রয়েছে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। নতুন রেশন কার্ড করতে বা সংশোধনের জন্য নয়, আবেদনকারীদের ভিড় বাড়ছে মূলত অন্য একটি কারণে। রাজ্যে এনআরসি হতে পারে সেই আশঙ্কায় অনেকেই পরিচয়পত্র হিসেবে ডিজিটাল রেশন কার্ড পেতে চাইছেন দ্রুত।
advertisement
'ইলেকট্রনিক পয়েন্ট অফ সেলের' জন্য আগামী দিনে যে রেশন কার্ডগুলি তৈরি হবে সেগুলিতে আধার কার্ডের লিঙ্ক করাতে হচ্ছে। তাই প্রত্যেক আবেদনকারীকে আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে সঙ্গে রাখতে হবে। আবেদনপত্রেও দুটি কার্ডের নম্বর উল্লেখ থাকছে।
advertisement
আরও ভিডিও: ‘মানুষ রেশন পান না, ডিলার টাকাটা পেয়ে যাচ্ছে’, রেশন কার্ড নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2019 3:53 PM IST