ডিজিটাল গ্রেফতারের নামে প্রতারণা! ১.০৯ কোটি টাকা হাতিয়ে সর্বস্ব খোয়েব দমদমের বাসিন্দা... গ্রেফতার তিন
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
ডিজিটাল গ্রেফতারের নামে প্রতারণা করে ১.০৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ. আজ তাদের বিধাননগর কোর্টে তোলা হবে.
ডিজিটাল গ্রেফতারের নাম করে এবার প্রতারণা। হাতেনাতে গ্রেফতার তিন। দমদম পার্কের এক বাসিন্দার কাছ থেকে প্রায় ১ কোটি ৯ লক্ষ থাকা প্রতারণার অভিযোগে এ থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ তাদের বিধাননগর কোর্টে তোলা হবে।
দমদম পার্কের ওই বাসিন্দা এক ফোন মারফত জানেন তাঁর মোবাইল নম্বরটি অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। তিনি নিশ্চিত করেন যে এটি তাঁর নয়। অভিযোগকারী জানান, মুম্বই পুলিশের কাছে কল ট্রান্সফার হয়। মুম্বই পুলিশ আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে। বলা হয় অ্যাকাউন্টটি নরেশ গোয়েল জালিয়াতির মামলায় ব্যবহৃত হয়েছে এবং ২৪ জনের কাছ থেকে নেওয়া দুই কোটি টাকা জমা হয়েছে। আমি বলেছিলাম যে এই অ্যাকাউন্টটি আমার নয়, আমি ব্যবহার করি না এবং আমি গত ১৫ বছরে মুম্বই যাইনি। বলা হয় রাত ১১টায় দিকে শুনানি শুরু হবে। তারা পর্যায়ক্রমে অ্যাকাউন্ট নম্বর সহ ব্যাঙ্ক ডিটেইল পাঠাতে শুরু করে এবং RTGS এর মাধ্যমে টাকা স্থানান্তর করতে বলে। মোট পাঁচটি ধাপে মোট ১.০৯ কোটি টাকা (যা আমার অবসরকালীন সুবিধার টাকা) পাঠিয়েছি।
advertisement
advertisement
তবে ওই ওয়েবসাইটে গিয়ে তিনি জানতে পারেন যে প্রতারিত হয়েছেন। তারপরেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করা হয়। ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 6:36 PM IST