Digha Rath Yatra 2025: ‘পাথরের মূর্তি থাকবে, কিন্তু নিম কাঠের মূর্তি...’! রথের রশিতে টান পড়ার সময় থেকে রাস্তা, দিঘায় রথযাত্রার খুঁটিনাটি জানিয়ে দিলেন মমতা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Digha Rath Yatra 2025: বৃহস্পতিবার রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী জানালেন, রথের রশিতে ঠিক কখন টান পড়বে।
দিঘা: আগামী শুক্রবার রথযাত্রা। তবে তার আগে গতকাল বুধবারেই রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পরে দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা, স্মরণীয় করে রাখতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী জানালেন, রথের রশিতে ঠিক কখন টান পড়বে।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাস্তা সরু। ধাম অনেক বড়। ভেতরে এক লক্ষ মানুষ থাকতে পারে। কাল সকাল ৯’টা থেকে মুল অনুষ্ঠান শুরু হবে। একদিকে রথ দেখে কেউ বেরিয়ে যেতে পারে। তবে ধাম খোলা থাকবে। পাথরের মূর্তি থাকবে। কিন্তু নিম কাঠের মূর্তি সকাল সাড়ে ন’টায় আনা হবে রথে। আমরা দুপুর ২’টোয় আসব। ২:৩০ মিনিটে রথের রশিতে টান হবে। মানুষ ব্যারিকেডের দু’দিকে থাকবে। রথ থামতে থামতে যাবে। ব্যারিকেডে রথের রশি লাগানো থাকবে। এটা প্রথমবার হচ্ছে, সবটাই যেন সুন্দর হয়।’’
advertisement
আরও পড়ুন: চাকরির গ্যারান্টি! বাড়িতে বসে অনলাইনে এই ১০ কোর্স করলেই পাকা চাকরি? খরচও কম, এখনই জেনে নিন
advertisement
advertisement
শুক্রবার সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সৈকতনগরীতে রথের আগেই বহু মানুষের ঢল নেমেছে। প্রথম রথযাত্রা যাতে জাঁকজমকের সঙ্গে পালিত হয় তাই নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। রথের দুদিন আগেই দিঘা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2025 4:37 PM IST