Digha Jagannath Mandir: দিঘা জগন্নাথ মন্দির নিয়ে হাইকোর্টে মামলা, মুখ পুড়ল বিজেপি নেতা-আইনজীবীর! হাইকোর্টের বিরাট নির্দেশ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Digha Jagannath Mandir: জগন্নাথ মন্দির নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তুভ বাগচী।
কলকাতা: দিঘা জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা নতুন করে দায়েরের পরামর্শ কলকাতা হাইকোর্টের। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানায়, মামলার বর্তমান অবস্থা নিয়ে কোনও মন্তব্য করছি না। উপযুক্ত তথ্য নথি জুড়ে নতুন করে মামলা দায়ের করার স্বাধীনতা (লিবার্টি) দেওয়া হল।
advertisement
জগন্নাথ মন্দির নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তুভ বাগচী। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে অতিরিক্ত হলফনামা জমা দিতে চান তিনি। তাতে আপত্তি জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মামলার মাঝে অতিরিক্ত হলফনামা দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এর পরেই আদালত মামলাটি খারিজ করে নতুন করে মামলা দায়ের করার কথা জানায় আদালত৷
advertisement
advertisement
দিঘার জগন্নাথ মন্দির যখন দিনের পর দিন জনস্রোতের ঢেউ আছড়ে পড়ছে তখন তা নিয়ে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। দিঘার এই জগন্নাথ মন্দির নিয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা। মামলাকারী আইনজীবী কৌস্তভ বাগচীর কলকাতা হাইকোর্টে আবেদন, ট্রাস্টে অনুদান দিলেই ঠিকানা দেখানো হচ্ছে হিডকো অফিসের। তাই প্রশ্ন উঠছে, সরকার কি মন্দির তৈরি করতে পারে? তাহলে অনুদান দিলে আয়কর ছাড়ের কথা কেন বলা হচ্ছে? এই বিষয়ে সম্পূর্ণ তদন্ত চেয়ে মামলা দায়ের করেন কৌস্তভ বাগচী।
advertisement
কলকাতা হাইকোর্ট মামলা দায়ের করার অনুমতিও দেয়। কিন্তু সেই মামলাই খারিজ করে দিয়ে নতুন করে মামলা দায়ের করার কথা জানাল আদালত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 1:30 PM IST