Digha Jagannath Mandir: দিঘা জগন্নাথ মন্দির নিয়ে হাইকোর্টে মামলা, মুখ পুড়ল বিজেপি নেতা-আইনজীবীর! হাইকোর্টের বিরাট নির্দেশ

Last Updated:

Digha Jagannath Mandir: জগন্নাথ মন্দির নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তুভ বাগচী।

কী নির্দেশ দিল হাইকোর্ট?
কী নির্দেশ দিল হাইকোর্ট?
কলকাতা: িঘা জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা নতুন করে দায়রের পরামর্শ কলকাতা হাইকোর্টের। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানায়, মামলার বর্তমান অবস্থা নিয়ে কোনও মন্তব্য করছি না। উপযুক্ত তথ্য নথি জুড়ে নতুন করে মামলা দায়ের করার স্বাধীনতা (লিবার্টি) দেওয়া হল।
advertisement
জগন্নাথ মন্দির নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তুভ বাগচী। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে অতিরিক্ত হলফনামা জমা দিতে চান তিনি। তাতে আপত্তি জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মামলার মাঝে অতিরিক্ত হলফনামা দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এর পরেই আদালত মামলাটি খারিজ করে নতুন করে মামলা দায়ের করার কথা জানায় আদালত৷
advertisement
advertisement
দিঘার জগন্নাথ মন্দির যখন দিনের পর দিন জনস্রোতের ঢেউ আছড়ে পড়ছে তখন তা নিয়ে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। দিঘার এই জগন্নাথ মন্দির নিয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা। মামলাকারী আইনজীবী কৌস্তভ বাগচীর কলকাতা হাইকোর্টে আবেদন, ট্রাস্টে অনুদান দিলেই ঠিকানা দেখানো হচ্ছে হিডকো অফিসের। তাই প্রশ্ন উঠছে, সরকার কি মন্দির তৈরি করতে পারে? তাহলে অনুদান দিলে আয়কর ছাড়ের কথা কেন বলা হচ্ছে? এই বিষয়ে সম্পূর্ণ তদন্ত চেয়ে মামলা দায়ের করেন কৌস্তভ বাগচী
advertisement
কলকাতা হাইকোর্ট মামলা দায়ের করার অনুমতিও দেয়। কিন্তু সেই মামলাই খারিজ করে দিয়ে নতুন করে মামলা দায়ের করার কথা জানাল আদালত৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Digha Jagannath Mandir: দিঘা জগন্নাথ মন্দির নিয়ে হাইকোর্টে মামলা, মুখ পুড়ল বিজেপি নেতা-আইনজীবীর! হাইকোর্টের বিরাট নির্দেশ
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement