Coastal Research Vessel: বঙ্গোপসাগর-আরব সাগরের নীচে থাকা খনিজ সম্পদের হদিস পেতে আধুনিক জাহাজ তৈরি! সমুদ্র গবেষণায় নয়া পালক
- Published by:Pooja Basu
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
প্রত্যেকটি জাহাজে থাকবে ৩৫ জনের আবাসন ব্যবস্থা, সঙ্গে থাকবে অত্যাধুনিক বিজ্ঞান গবেষণা ল্যাব, ভূতাত্ত্বিক মানচিত্রায়নের যন্ত্র, খনিজ অনুসন্ধান ও পরিবেশ পর্যবেক্ষণ সরঞ্জাম।
কলকাতা: ভারতের সামুদ্রিক ভূতাত্ত্বিক গবেষণায় এক নতুন অধ্যায় সূচনা করতে চলেছে কলকাতা। দেশের অন্যতম প্রতিরক্ষা জাহাজ নির্মাতা সংস্থা Garden Reach Shipbuilders & Engineers Ltd (GRSE) এবার Geological Survey of India (GSI)-এর বরাতে নির্মাণ করবে দুটি আধুনিক Coastal Research Vessel। চলতি সপ্তাহে চুক্তিপত্রে স্বাক্ষর করেন GRSE-এর ডিরেক্টর (শিপবিল্ডিং) ক্যাপ্টেন শান্তনু বোস এবং GSI-এর Marine & Coastal Survey Division-এর ডেপুটি ডিরেক্টর ড. এন. এম. শরীফ। উপস্থিত ছিলেন GSI-এর মহাপরিচালক অসিত সাহা ও অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।
নির্মিতব্য প্রতিটি ভেসেল হবে ৬৪ মিটার দীর্ঘ ও ১২ মিটার প্রশস্ত। এই জাহাজগুলির ওজন হবে প্রায় ৪৫০ ডেডওয়েট টন এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০ নট। সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সমুদ্রে অবস্থান করতে পারবে। প্রত্যেকটি জাহাজে থাকবে ৩৫ জনের আবাসন ব্যবস্থা, সঙ্গে থাকবে অত্যাধুনিক বিজ্ঞান গবেষণা ল্যাব, ভূতাত্ত্বিক মানচিত্রায়নের যন্ত্র, খনিজ অনুসন্ধান ও পরিবেশ পর্যবেক্ষণ সরঞ্জাম। উল্লেখযোগ্যভাবে, এই ভেসেলগুলো ডিজেল-ইলেকট্রিক প্রপালশন সিস্টেমে চালিত হবে এবং Dynamic Positioning System যুক্ত থাকবে, যার ফলে নির্দিষ্ট অবস্থানে স্থির থেকে সমুদ্রতলের গবেষণা করা সম্ভব হবে।
advertisement
advertisement
Geological Survey of India জানিয়েছে, এই জাহাজগুলি দেশের Exclusive Economic Zone (EEZ)-এর ৫ মিটার থেকে ১০০০ মিটার গভীরতা পর্যন্ত উপকূলবর্তী অঞ্চলে কাজ করবে। বিশেষত, বঙ্গোপসাগর ও আরব সাগরের নীচে থাকা খনিজ ও ভূতাত্ত্বিক সম্পদের হদিস পাওয়া যাবে এই আধুনিক জাহাজগুলির সাহায্যে। GRSE ইতিপূর্বে বহু সামরিক ও বৈজ্ঞানিক ভেসেল নির্মাণে সুনাম অর্জন করেছে। বিশেষ করে IN Sagardhwani (1994) এবং Indian Navy-এর Sandhayak-শ্রেণির ৬টি সার্ভে ভেসেল তাদের গুরুত্বপূর্ণ প্রকল্প। বর্তমানে তারা একটি নতুন Oceanographic Research Vessel এবং Acoustic Research Ship নির্মাণে যুক্ত।
advertisement
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি শুধু GSI-এর বৈজ্ঞানিক মিশনকে গতি দেবে না, বরং পশ্চিমবঙ্গের জাহাজ নির্মাণ শিল্প, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ‘Make in India’ প্রকল্পের অগ্রগতিকেও বড়ভাবে চিহ্নিত করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2025 5:16 PM IST