পুলিশের একাংশের মদতেই এতদিন অধরা বেলেঘাটা গুলিকাণ্ডের অভিযুক্ত দিবাকর
Last Updated:
বেলেঘাটায় মহিলাকে গুলি করার ঘটনায় সর্ষের মধ্যেই ভূত। আগেই পুলিশে অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি।
#কলকাতা: বেলেঘাটায় মহিলাকে গুলি করার ঘটনায় সর্ষের মধ্যেই ভূত। আগেই পুলিশে অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই নয়, পুলিশের একাংশের সহযোগিতাতেই দিবাকর এমন বেপরোয়া হয়ে ওঠে। এমনকী আহত ঝুমকি দাসের মোবাইলের কল রেকর্ডসও নিয়মিত দিবাকরের কাছে পৌঁছে দিত পুলিশ। ফলে অভিযোগের তির এখন পুলিশের বিরুদ্ধেই।
আগে থেকেই পুলিশের খাতায় নাম ছিল তার। ছিল একাধিক অভিযোগ। তা সত্ত্বেও দিবাকর দে-কে আটকাতে পারল না পুলিশ। রুখতে পারল না বেলেঘাটার কালীতারা বোস লেনে গুলি চালানোর ঘটনা। তদন্তে নেমে এবার সর্ষের মধ্যেই ভূত দেখছে পুলিশ।
দিবাকরকে একাধিকবার গ্রেফতার করতে গেলেও লাভ হয়নি কারণ পুলিশের মধ্যেই সোর্স দিবাকরের ৷ পুলিশের একাংশের মদতে এতদিন ধরাছোঁয়ার বাইরে সে ৷ এই সোর্সের সাহায্যেই ঝুমকির মোবাইলের কল ডিটেলস নিয়মিত পৌঁছে যেত দিবাকরের কাছে ৷ পুলিশের একাংশের মদতেই এমন বেপরোয়া হয়ে ওঠে দিবাকর ৷
advertisement
advertisement
এমনকি দিবকরই ঝুমকির নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। সেই অ্যাকাউন্ট থেকেই দিবারক বেলেঘাটা থানার ওসির নামে একের পর এক আপত্তিকর পোস্ট করে। এবিষয়ে চলতি মাসেই দিবাকরের বিরুদ্ধে সাইবার ক্রাইম সেলে অভিযোগ করে ঝুমকি।
তদন্তে নেমে ঝুমকির পারিবারিক বিবাদও খতিয়ে দেখছে পুলিশ। বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করে ঝুমকি। মেয়ের নামে পালটা ব্ল্যাকমেলের অভিযোগ করেন ঝুমকির বাবাও।
advertisement
এই অভিযোগের পাহাড় হাতড়েই গুলিকাণ্ডের রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ভাঙন ও ঝুমকির একাধিক সম্পর্কের জেরেই তাকে গুলি করে দিবাকর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2016 6:11 PM IST