অর্জুনের তিরে ছিল পরমাণু অস্ত্র, আজব তত্ত্ব রাজ্যপাল ধনখড়ের
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
তিনি বলেন, ‘বিংশ শতাব্দীতে প্রথম উড়ন্ত যান নয়, বরং রামায়ণের সময়ই উড়ন্ত যান ব্যবহার করা হয় ৷’
#নয়াদিল্লি: অর্জুনের তিরে নাকি ছিল পরমাণু অস্ত্র ৷ মঙ্গলবার ইঞ্জিনিয়রিং ফেয়ারে এমন আজব তত্ত্ব জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ তবে শুধু এখানেই শেষ নয় ৷ উড়ন্ত যানের প্রসঙ্গও তুলে আনেন রাজ্যপাল ৷ এদিন তিনি বলেন, ‘বিংশ শতাব্দীতে প্রথম উড়ন্ত যান নয়, বরং রামায়ণের সময়ই উড়ন্ত যান ব্যবহার করা হয় ৷’
প্রসঙ্গত বেশ কয়েকদিন আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিতর্কিত মন্তব্যে ঝড় উঠেছিল ৷ সেই সময় তিনি দাবি করেন মহাভারতের যুগে ইন্টারনেট ব্যবহার ছিল ৷ এমনকি কিছুদিন আগে সারা দেশে অর্থনীতির বেহাল দশা নিয়ে মন্তব্য করতে গিয়ে পীযূষ গোয়েল বলেন, 'আইনস্টাইনের মাধ্যাকর্ষণ আবিষ্কারে অঙ্ক কোনও কাজে আসেনি।'
রাজ্যপালের মন্তব্যের পর তার সমালোচনা করেছেন বিজ্ঞানী বিকাশ সিংহ ৷ বিজ্ঞানের এধরনের অপব্যাখ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2020 8:58 PM IST