BJP Bandh: বিজেপি-র বনধ নিয়ে জেলার পুলিশকর্তাদের আগেভাগেই সতর্ক করলেন রাজীব কুমার! কিছু হলেই খবর দিতে হবে নবান্নে

Last Updated:

মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার বিরোধিতা করে এদিন বিকেলেই ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার৷ জানিয়েছেন, বুধবার সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বনধ পালন করবে বিজেপি৷ সাধারণ মানুষকেও এই বনধে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷

কলকাতা: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ নিয়ে বিভিন্ন জেলার এসপি-সিপিদের সতর্ক করলেন ও রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইন-শৃঙ্খলা। নির্দেশ গেল, ‘‘সকাল থেকে আপনারা নজরদারি করবেন। জোর করে বনধ করাতে এলে তার প্রতিরোধ করতে হবে। কোথাও জোর করে বনধ করানো যাবে না। বনধ নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা নবান্নের কন্ট্রোলরুমে জানাবেন।’’ রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইনশৃঙ্খলার নির্দেশ এসপি ও সিপিদের।
মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার বিরোধিতা করে এদিন বিকেলেই ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার৷ জানিয়েছেন, বুধবার সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বনধ পালন করবে বিজেপি৷ সাধারণ মানুষকেও এই বনধে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷
যদিও বিজেপি সভাপতির এই ঘোষণার পর পরই নবান্নের তরফে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে রাজ্য সরকারের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, সরকার এই বন্ধ মানবে না। আগামিকাল সারা রাজ্যে জনজীবন স্বাভাবিক থাকবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ওদের টার্গেট ছিল কোনও বডি পড়ে যায়,’ নবান্ন অভিযানকে দুষ্কৃতী আন্দোলন আখ্যা দিল পুলিশ
সরকারি কর্মীদেরও বুধবার অফিসে আসা আবশ্যক বলে জানান তিনি। তিনি বলেন, ‘‘দোকানপাট থাকবে খোলা৷ সরকার নিরাপত্তা সংক্রান্ত ও আইনানুগ ব্যবস্থা করবে। ক্ষতি হলে সরকার সেদিকটাও দেখবে।’’
আরও পড়ুন: ‘বনধ নিয়ে কেমন কাঁপুনি হচ্ছে…,’ আলাপন বন্দ্যোপাধ্যায়কেই ‘বেআইনি’ বলে কটাক্ষ শুভেন্দুর
অন্যদিকে, পুলিশের তরফেও এদিন বুধবারের বনধ নিয়ে কথা বলা হয় সাংবাদিক বৈঠকে৷ এডিজি দক্ষিণবঙ্গ বলেন, ‘‘ বনধ ডাকা বেআইনি। এটা আমরা বলছি না, কোর্টের অর্ডার বলছে। কাল প্রশাসন সেটা প্রতিহত করবে। বাংলা সচল করার জন্য সব ধরনের প্রয়াস থাকবে। আমরা ধন্যবাদ জানাই প্রকৃত মানুষদের। পুলিশ কাল বন্ধুর মতো পাশে থাকবে।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP Bandh: বিজেপি-র বনধ নিয়ে জেলার পুলিশকর্তাদের আগেভাগেই সতর্ক করলেন রাজীব কুমার! কিছু হলেই খবর দিতে হবে নবান্নে
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement