Rajeev Kumar: পুলিশের নজর এড়িয়ে এত বড় কুকীর্তি! কীভাবে তৈরি হল সুড়ঙ্গ? কুলতলির ‘চিটিং র্যাকেট’ নিয়ে কড়া বার্তা ডিজির
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Rajeev Kumar: কুলতলির ঘটনা নিয়ে এবার কড়া বার্তা দিলেন ডিজি রাজীব কুমার এবং এডিজি মনোজ ভর্মা। ডিজি স্পষ্ট জানিয়ে দিলেন কুলতলির ‘চিটিং র্যাকেট’-এর সম্পর্কে খতিয়ে দেখছে প্রশাসন।
কলকাতা: কুলতলির ঘটনা নিয়ে এবার কড়া বার্তা দিলেন ডিজি রাজীব কুমার এবং এডিজি মনোজ ভর্মা। ডিজি স্পষ্ট জানিয়ে দিলেন কুলতলির ‘চিটিং র্যাকেট’-এর সম্পর্কে খতিয়ে দেখছে প্রশাসন।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা বলেন ডিজি রাজীব কুমার এবং এডিজি মনোজ ভর্মা। ডিজি বলেন, ‘‘কুলতলিতে একটা চিটিং র্যাকেট। আমরা এটা দেখছি। কী কারণে ব্যবহার হয়েছিল, এটাও আমরা দেখছি।’’
advertisement
advertisement
তিনি আরও জানালেন ‘‘আইন কারোর হাতে নিতে দেওয়া হবে না। কুলতলীতে যে ঘটনা ঘটেছে যে সুড়ঙ্গ পাওয়া গেছে সেটা দেখা হচ্ছে কী কারণে।’’ তবে এ বিষয়ে ‘খুব তাড়াহুড়ো’ করে কিছু বলতে চাইলেন না তিনি। কুলতলীর ঘটনা খতিয়ে দেখা হবে।
ডিজি রাজীব কুমার আরও জানালেন, ‘‘যেখানে যেখানে ঘটনা ঘটেছে সব জায়গায় পুলিশ পদক্ষেপ নিয়েছে। অনেক জায়গায় ডাকাতির ঘটনা আটকানো গিয়েছে। তিন চার জায়গায় ডাকাতির ঘটনা ঘটার আগেই আটকানো গিয়েছে।’’
advertisement
প্রসঙ্গত কুলতলিতে সাদ্দাম সর্দারকে নিয়ে তোলপাড় রাজ্য। ডাকাতি, নকল সোনা বিক্রি-রাহাজানির মতো একাধিক কুকীর্তির সঙ্গে জড়িত সাদ্দাম। তার বিরুদ্ধে রয়েছে পুলিশের উপর হামলার অভিযোগও। কী করে এতদিন ধরে পুলিশের নজর এড়িয়ে একাধিক কুকর্ম চালিয়েছে সাদ্দাম? উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, সূত্রের খবর অনুযায়ী, পুলিশের নজর এড়িয়ে বাড়ির নীচে সুড়ঙ্গ তৈরি করে সাদ্দাম। সমস্ত বিষয় খতিয়ে দেখছে প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 16, 2024 6:17 PM IST










