‘সবচেয়ে বড় দুর্গা’ কি এবার ইকো পার্কে ?
Last Updated:
৭২ ফুটের দুর্গাপ্রতিমাকে এবার রাখা হতে পারে ইকো পার্কে ৷ বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও রাজ্যসরকারকে বিষয়টি জানিয়েছেন পুজো উদ্যোক্তারা ৷
#কলকাতা: বোধনের আগেই বিসর্জন হয়ে গিয়েছিল এবছরের সবচেয়ে আলোচিত দুর্গা প্রতিমার ৷ পঞ্চমীর দিন দেশপ্রিয় পার্কের সেই ঠাকুর দেখতে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছিলেন ৷ ভিড়ের চাপে প্রায় মারা যাওয়ার উপক্রম হয়েছিল ৷ ঠাকুর দেখতে এসে অনেকেই জখম হয়েছিলেন ৷ বিকেল থেকে রাত পর্যন্ত কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা রাসবিহারী এভিনিউ ৷ পুজোর বাকি দিনগুলিতেও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য শেষপর্যন্ত দেশপ্রিয় পার্কের পুজো বন্ধের নির্দেশ দেয় কলকাতা পুলিশ ৷ পুজো কমিটির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয় ৷ শুধুমাত্র কলকাতা নয়, পশ্চিমবঙ্গের অন্যত্র, এমনকী ভিন রাজ্য থেকেও শুধুমাত্র এই পুজো দেখতে এশহরে এসেছিলেন বহু মানুষ ৷ কিন্তু প্রতিমা দর্শন করতে না পেরে হতাশ হয়ে তাঁদের সকলকেই ফিরে যেতে হয়েছিল ৷ পুজোর চারটে দিন প্যান্ডেল ‘সিল’ থাকার পর অবশেষে প্রতিমার ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন দেশপ্রিয় পার্কের পুজো কমিটির লোকজনেরা ৷ ৭২ ফুটের দুর্গাপ্রতিমাকে এবার রাখা হতে পারে ইকো পার্কে ৷ বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও রাজ্যসরকারকে বিষয়টি জানিয়েছেন পুজো উদ্যোক্তারা ৷
ইতিমধ্যেই বিশাল এই দুর্গা প্রতিমাকে সংরক্ষণ করার জন্য শহরের অনেক নামী সংস্থাই এগিয়ে এসেছে ৷ দেশপ্রিয় পার্ক পুজো কমিটির এক কর্তা জানান, ‘ নিকো পার্কের এক কর্তা কথা বলেছেন আমাদের সঙ্গে। তাঁরা বড় দুর্গা সংরক্ষণ করার জন্য আগ্রহী। মিসেস বিড়লাও এসেছিলেন। কলকাতায় সেরকম একটা জায়গা পাওয়া গেলে তিনিই আমাদের এই আবিষ্কারকে সংরক্ষণ করতে চান। এছাড়াও টেকনো ইন্ডিয়ার সঙ্গে কথা হয়েছে আমাদের।’
advertisement
তাহলে শেষপর্যন্ত কোথায় হবে বড় দুর্গার সংরক্ষণ ? পুজো উদ্যোক্তারা চাইছেন যেখানে সাধারণ মানুষ বেশি আসতে পারেন, সেখানেই রাখা হোক তাঁদের প্রতিমা ৷ সেকারণে ইকো পার্কই দেশপ্রিয় পার্ক পুজো উদ্যোক্তাদের প্রথম পছন্দ।
advertisement
ছবি- সায়ক দাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2015 5:32 PM IST