‘সবচেয়ে বড় দুর্গা’ কি এবার ইকো পার্কে ?

Last Updated:

৭২ ফুটের দুর্গাপ্রতিমাকে এবার রাখা হতে পারে ইকো পার্কে ৷ বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও রাজ্যসরকারকে বিষয়টি জানিয়েছেন পুজো উদ্যোক্তারা ৷

#কলকাতা: বোধনের আগেই বিসর্জন হয়ে গিয়েছিল এবছরের সবচেয়ে আলোচিত দুর্গা প্রতিমার ৷ পঞ্চমীর দিন দেশপ্রিয় পার্কের সেই ঠাকুর দেখতে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছিলেন ৷ ভিড়ের চাপে প্রায় মারা যাওয়ার উপক্রম হয়েছিল ৷ ঠাকুর দেখতে এসে অনেকেই জখম হয়েছিলেন ৷ বিকেল থেকে রাত পর্যন্ত কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা রাসবিহারী এভিনিউ ৷ পুজোর বাকি দিনগুলিতেও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য শেষপর্যন্ত দেশপ্রিয় পার্কের পুজো বন্ধের নির্দেশ দেয় কলকাতা পুলিশ ৷ পুজো কমিটির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয় ৷ শুধুমাত্র কলকাতা নয়, পশ্চিমবঙ্গের অন্যত্র, এমনকী ভিন রাজ্য থেকেও শুধুমাত্র এই পুজো দেখতে এশহরে এসেছিলেন বহু মানুষ ৷ কিন্তু প্রতিমা দর্শন করতে না পেরে হতাশ হয়ে তাঁদের সকলকেই ফিরে যেতে হয়েছিল ৷ পুজোর চারটে দিন প্যান্ডেল ‘সিল’ থাকার পর অবশেষে প্রতিমার ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন দেশপ্রিয় পার্কের পুজো কমিটির লোকজনেরা ৷ ৭২ ফুটের দুর্গাপ্রতিমাকে এবার রাখা হতে পারে ইকো পার্কে ৷ বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও রাজ্যসরকারকে বিষয়টি জানিয়েছেন পুজো উদ্যোক্তারা ৷
ইতিমধ্যেই বিশাল এই দুর্গা প্রতিমাকে সংরক্ষণ করার জন্য শহরের অনেক নামী সংস্থাই এগিয়ে এসেছে ৷ দেশপ্রিয় পার্ক পুজো কমিটির এক কর্তা জানান, ‘ নিকো পার্কের এক কর্তা কথা বলেছেন আমাদের সঙ্গে। তাঁরা বড় দুর্গা সংরক্ষণ করার জন্য আগ্রহী। মিসেস বিড়লাও এসেছিলেন। কলকাতায় সেরকম একটা জায়গা পাওয়া গেলে তিনিই আমাদের এই আবিষ্কারকে সংরক্ষণ করতে চান। এছাড়াও টেকনো ইন্ডিয়ার সঙ্গে কথা হয়েছে আমাদের।’
advertisement
তাহলে শেষপর্যন্ত কোথায় হবে বড় দুর্গার সংরক্ষণ ? পুজো উদ্যোক্তারা চাইছেন যেখানে সাধারণ মানুষ বেশি আসতে পারেন, সেখানেই রাখা হোক তাঁদের প্রতিমা ৷ সেকারণে ইকো পার্কই দেশপ্রিয় পার্ক পুজো উদ্যোক্তাদের প্রথম পছন্দ।
advertisement
ছবি- সায়ক দাস
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘সবচেয়ে বড় দুর্গা’ কি এবার ইকো পার্কে ?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement