‘এখনও মিথ্যা বলছেন মোদি-শাহ’, NPR নিয়ে অমিত শাহকে পালটা ডেরেকের

Last Updated:

নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি বিতর্কে উত্তাল গোটা দেশ ৷ তার মাঝেই NPR-এ অনুমোদন কেন্দ্রের ৷

#কলকাতা: নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি বিতর্কে উত্তাল গোটা দেশ ৷ তার মাঝেই NPR-এ অনুমোদন কেন্দ্রের ৷ NRC ও NPR-এর সম্পর্ক নেই ৷ সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে অমিত শাহ বলেন,‘ NPR-এর তথ্য NRC-তে ব্যবহার নয় ৷ নাগরিকপঞ্জি ও ন্যাশনাল পপুলেশন রেজিস্টার সম্পূর্ণ আলাদা বিষয় ৷ ’একইসঙ্গে NRC ও NPR ইস্যুতে বিরোধীদের বিঁধতেও ছাড়েন না স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বলেন, ‘NRC ইউপিএ সরকারের তৈরি ৷ NRC,NPR নিয়ে ভুল বোঝানো হচ্ছে ৷ সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে ৷ সবকিছুতেই বিরোধিতা ওয়াইসির ৷ কারও নাগরিকত্ব কাড়া হবে না ৷ NPR কারও নাগরিকত্ব কাড়বে না ৷ নাগরিকত্ব দিতেই CAA ৷ সংখ্যালঘুদের ভয় পাওয়ার কিছু নেই ৷ NPR-এ কোনও নথি লাগবে না ৷’
advertisement
অমিত শাহের দাবিতে পালটা দিলেন ডেরেক ও ব্রায়েন ৷ ট্যুইটে করে তিনি লেখেন, ‘এখনও মিথ্যা বলছেন মোদি-শাহল ৷ NRC-র প্রথম ধাপ NPR ৷ লোকসভায় জানান এক কেন্দ্রীয় মন্ত্রী ৷ এক প্রশ্নের উত্তরে জানান মন্ত্রী ৷
advertisement
নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি সহ এনপিআর-এরও বিরোধীতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উল্লেখ্য, সম্প্রতিই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর-এর কাজও বন্ধ রাখার সিদ্ধান্ত কেন্দ্রকে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্ন সূত্রের খবর, আপাতত এনপিআর-এ সায় নেই রাজ্যের। আপত্তি জানায় কেরলও ৷ সেই প্রসঙ্গে বাংলা-কেরলের মুখ্যমন্ত্রীকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ তিনি বলেন, ‘গরিব মানুষের জন্যই CAA ৷ রাজনীতির জন্য দয়া করে বিরোধিতা করবেন না ৷ রাজনৈতিক কারণেই এই অশান্তি ৷ বাংলায় তুলনামূলক কম অশান্তি ৷ বিরোধীদের বোঝানোর চেষ্টা করব ৷ কোনও রাজ্যে গরিব যেন বঞ্চিত না হন ৷ তার জন্য সবরকম চেষ্টা করব ৷’
advertisement
মঙ্গলবার ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ NPR চালু করতে বদ্ধপরিকর মোদি সরকার ৷ বিরোধীদের আপত্তি উড়িয়েই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তৈরির কাজ শুরু করতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা ৷ লাগবে না কোনও নথি, বায়োমেট্রিক তথ্য। মোবাইল অ্যাপেই পাওয়া যাবে NPR-এর যাবতীয় তথ্য, জানাল কেন্দ্র।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘এখনও মিথ্যা বলছেন মোদি-শাহ’, NPR নিয়ে অমিত শাহকে পালটা ডেরেকের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement