Black Fungus: ব্ল্যাক ফাঙ্গাসকে 'নোটিফায়েবল ডিজিজ' ঘোষণা করল রাজ্য

Last Updated:

ভয়াবহ এই সংক্রমণ থেকে বাঁচতে খুব শীঘ্রই রোগ নির্ণয় করা উচিত। এটি মস্তিষ্কের মধ্যে ছড়িয়ে পড়ার আগেই রোগীদের নাক, চোখ বা এমনকি তাদের চোয়াল অপারেশন করে বাদ দিতে হতে পারে।

#কলকাতা:  করোনা মহামারীর মধ্যেই নতুন বিপত্তি মিউকরমাইকোসিস (Mucormycosis) বা ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই দেখা দিয়েছে এই ছত্রাকের সংক্রমণ। ফলে নতুন করে চিন্তা বাড়াচ্ছে এই ছত্রাকবাহিত রোগ। যা বিরল কিন্তু সাংঘাতিক। ইতিমধ্যেই রাজ্যে এই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। মৃত্যুর ঘটনাও ঘটেছে। করোনার সময়ে এই ফাঙ্গাস নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। আজ রাজ্যের স্বাস্থ্য দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে। Government of west bengal department of health and family welfare swasthya bhawan থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি বলা হয়, রাজ্যের যে কোনও চিকিৎসক বা স্বাস্থকর্মী যদি ব্ল্যাক ফাঙ্গাস কোনও রোগীর দেহে চিহ্নিত করে, বা সন্দেহ হয় ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে, তবে অবিলম্বে তা জানাতে হবে জেলার দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিককে। এবং সেই তথ্য রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে তখনি পৌঁছে দিতে হবে। রোগীর ঠিকানা, এবং সমস্ত তথ্য জানাতে হবে। যদি কোনও মৃত্যুর ঘটনা ঘটে এই ফাঙ্গাসের কারণে, তাহলে তাও জানাতে হবে। করোনা কালে ব্ল্যাক ফ্যাঙ্গাসকে আটকাতে তৎপর রাজ্যের স্বাস্থ দফতর। আর এই জন্যই ব্ল্যাক ফাঙ্গাসকে 'নোটিফায়েবল ডিজিজ' ঘোষণা করল রাজ্য।
এই ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইসিটিস ছত্রাক থেকে হয়। এটি মৃত্তিকা এবং পচা পাতার মতো ক্ষয়কারী জৈব পদার্থের মধ্যে পাওয়া একটি ছত্রাক। এই বিরল সংক্রমণটি সাধারণত মাটি, গাছপালা, সার বা পচনশীল ফল ও সব্জির মধ্যে যে শ্লেষ্মা থাকে, তার থেকেই ছড়ায়। মানুষের দেহে সাইনাস, মস্তিষ্ক ও ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এই সংক্রমণ। যাঁরা ডায়াবেটিসে আক্রান্ত, যাঁদের করোনা হয়েছে, যাঁদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কম, যাঁরা ক্যানসার, এইচআইভি, এইডস-এ আক্রান্ত, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে এই সংক্রমণ প্রাণহানিকর হয়ে উঠতে পারে।
advertisement
ভয়াবহ এই সংক্রমণ থেকে বাঁচতে খুব শীঘ্রই রোগ নির্ণয় করা উচিত। এটি মস্তিষ্কের মধ্যে ছড়িয়ে পড়ার আগেই রোগীদের নাক, চোখ বা এমনকি তাদের চোয়াল অপারেশন করে বাদ দিতে হতে পারে। সিডিসি (CDC) অনুসারে, এই রোগে গড় প্রাণহানির হার ৫৪ শতাংশ। এই রোগে আক্রান্ত হলে কয়েক দিনের মধ্যেই মানুষ মারা যেতে পারে, তবে এটি সংক্রামক নয় সিডিসির মতে। ভারতে সাধারণত বছরে বেশ কিছু মানুষ এই রোগে আক্রান্ত হন। তবে সাধারণত ডায়াবিটিস রোগীরা এবং ক্যানসার-আক্রান্তরা সমস্যায় পড়ছেন ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হলে। ব্ল্যাক ফাঙ্গাসে মূলত তাঁরাই আক্রান্ত হচ্ছেন, যাঁদের দীর্ঘদিন রোগভোগের জেরে শরীরের অভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। শরীরের কোনও অঙ্গ ট্রান্সপ্লান্ট হয়েছে, ক্যানসার রয়েছে এই ধরণের ব্যক্তিদের ক্ষেত্রেও সংক্রমণের আশঙ্কা বেশি রয়েছে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Black Fungus: ব্ল্যাক ফাঙ্গাসকে 'নোটিফায়েবল ডিজিজ' ঘোষণা করল রাজ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement