মশার আঁতুড়ঘর আরজি কর, পুরকর্মীকে শোকজ ডেপুটি মেয়রের
Last Updated:
বাংলার অন্যতম সেরা সরকারি হাসপাতাল চত্বর হয়ে উঠেছে মশার আঁতুড়ঘর।
#কলকাতা: মশার আঁতুড়ঘর আরজি কর। হাসপাতালের যত্রতত্র পড়ে রয়েছে নোংরা-আবর্জনা। পরিদর্শনে গিয়ে হাসপাতালের হাল দেখে বেজায় ক্ষুব্ধ ডেপুটি মেয়র। পুরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মীকে ধমকও দিলেন অতীন ঘোষ। স্বাস্থ্য আধিকারিককে শোকজ করে দ্রুত হাসপাতাল চত্বর সাফাইয়ের নির্দেশ দেন ডেপুটি মেয়র।
হাসপাতালের ভিতরে যত্রতত্র পড়ে রয়েছে অব্যবহৃত আসবাবপত্র । কোথাও আবার আবর্জনার স্তূপ। বাংলার অন্যতম সেরা সরকারি হাসপাতাল চত্বর হয়ে উঠেছে মশার আঁতুড়ঘর। এদিন হাসপাতাল পরিদর্শনে গিয়ে বেজায় চটে যান ডেপুটি মেয়র অতীন ঘোষ।
গত বছর আরজি করে ডেঙ্গিতে আক্রান্ত হন কয়েকজন ডাক্তারির পড়ুয়া ও নার্সিং ছাত্রী। তারপরও হুঁশ ফেরেনি হাসপাতাল কর্তৃপক্ষের। বৃষ্টি শুরু হতেই আবর্জনার মধ্যেই জমতে শুরু করেছে জল। আর তাতেই জন্ম নিচ্ছে মশার লার্ভা। হাসপাতালে ঢু দিয়ে মেজাজ হারিয়ে ফেলেন অতীন ঘোষ। পুরকর্মীরাদের গা ছাড়া মনোভাবে হতবাক অতীন।
advertisement
advertisement
হাসপাতালের বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ ডেপুটি মেয়রের।
পুর আইন মেনে হাসপাতালকে নোটিস ধরাতে পারতেন এক নম্বর বোরো এলাকার পুরকর্মীরা। কিন্তু পুরসভার তরফে কিছুই করা হয়নি। পরিষ্কার করার কথা পূর্ত দফতরের বলে দায় এড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সবার উদাসীনতায় হাসপাতাল চত্বর ভরে গেছে আবর্জনায়। বৃষ্টি শুরু হতেই ফিরে এসেছে ডেঙ্গি আতঙ্ক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2019 11:57 PM IST