Dengue Case: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, এবার ১৩ বছরের পড়ুয়া... আতঙ্ক বাড়ছে শহরে

Last Updated:

Dengue Case: হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে ২২ অগাস্ট দুপুর ১টা ৪৫ নাগাদ তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সাউথ পয়েন্ট স্কুলে পড়ত ওই ছাত্র। দীর্ঘ পাঁচ দিন ধরে একটানা জ্বর ছিল তার।

ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু
ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু
কলকাতা: রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃত নিউ আলিপুর থানার অন্তর্গত সাহাপুর কলোনির বাসিন্দা ১৩ বছরের সৃজন বোস। বুধবার ভোররাতে অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয়  তার। পেডিয়াট্রিক আইসিইউতে ভর্তি ছিল। হাসপাতাল সূত্রে খবর, ডেঙ্গিতে আক্রান্তই হয়ে মৃত্যু হয়েছে তার।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে ২২ অগাস্ট দুপুর ১টা ৪৫ নাগাদ তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সাউথ পয়েন্ট স্কুলে পড়ত ওই ছাত্র। দীর্ঘ পাঁচ দিন ধরে একটানা জ্বর ছিল তার।
advertisement
বর্ষা বাড়তেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। কয়েকদিন আগেই লালবাজারকে ডেঙ্গি দমন নিয়ে সতর্ক করে নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। সেনাকে মশা দমনের প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে কলকাতা পুরসভার মশা দমন বিভাগ।  ডেঙ্গি প্রতিরোধে ইতিমধ্যেই নানা পদক্ষেপ করেছে প্রশাসন। এলাকায় নজরদারি চালানো হচ্ছে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্রগুলিকে সতর্ক করা হয়েছে। বাড়ি বাড়ি পরিদর্শন ও এলাকায় মশা নিয়্ন্ত্রণের জন্য আলাদা দল তৈরি হয়েছে। নিয়মিত এলাকা পরিদর্শন করছেন স্বাস্থ্যকর্মীরা।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dengue Case: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, এবার ১৩ বছরের পড়ুয়া... আতঙ্ক বাড়ছে শহরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement