Metro Tunnel Dead Body Recovery: রাত ২.১৫-তে মেট্রোর সুড়ঙ্গে উদ্ধার যুবকের দেহ, পার্ক স্ট্রিট স্টেশনের কাছে ভয়ঙ্কর কাণ্ড! নিরাপত্তা নিয়েই প্রশ্ন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
প্রাথমিক খবর অনুযায়ী, মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর৷ আরপিএফ-এর টহলদারি দলই প্রথম ওই যুবকের দেহ দেখতে পায়৷
মেট্রো রেলের সুড়ঙ্গের ভিতরে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ৷ পার্ক স্ট্রিট স্টেশন থেকে ধর্মতলার দিকে যাওয়ার লাইনে স্টেশন থেকে ১০০ মিটার দূরে ওই দেহটি পড়েছিল বলে খবর৷ রাত ২.১৫ মিনিট নাগাদ আরপিএফ-এর হেলপ লাইন থেকে দেহ পড়ে থাকার খবর পায় নিউ মার্কেট থানার পুলিশ৷ এর পরই ওই দেহটি উদ্ধার করা হয়৷
প্রাথমিক খবর অনুযায়ী, মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর৷ আরপিএফ-এর টহলদারি দলই প্রথম ওই যুবকের দেহ দেখতে পায়৷ ঘটনার তদন্ত শুরু করেছে নিউ মার্কেট থানার পুলিশ৷
কীভাবে ওই ব্যক্তি মেট্রোর সুড়ঙ্গের ভিতরে পৌঁছলেন, তা এখনও স্পষ্ট নয়৷ ওই ব্যক্তির পরিচয়ও জানা যায়নি৷ তিনি মেট্রো রেলেরই কর্মী কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে৷ তবে মেট্রোর কর্মী হলে মৃতের পরিচয় মেট্রো কর্তৃপক্ষের জানার কথা৷ যদিও সেরকম কোনও তথ্য এখনও পুলিশ পায়নি৷ ফলে, এই ঘটনায় মেট্রো রেলের নিরাপত্তা নিয়েই বড়়সড় প্রশ্ন উঠছে৷
advertisement
advertisement
আজই মৃতদেহের ময়নাতদন্ত হবে৷ তার পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে৷ রাত সাড়ে দশটার পর পার্ক স্ট্রিট স্টেশন মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়৷ ফলে অত রাতে ওই ব্যক্তি সুড়ঙ্গের ভিতরে কী করছিলেন, তা নিয়েই সন্দেহ দানা বেঁধেছে৷ স্টেশনের ভিতরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ এবং আরপিএফ৷ মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 10:21 AM IST