দশমীতে যানজটে স্তব্ধ হবে এই রাস্তাগুলি? জানুন কলকাতার লেটেস্ট ট্র্যাফিক আপডেট, রইল কলকাতা পুলিশের এমার্জেন্সি নম্বর

Last Updated:

Dashami Traffic|| Kolkata News: কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হতে পারে।  যানজটে কোনও বিপদে পড়লে কলকাতা ট্র্যাফিক পুলিশের সহায়তা পেতে বিশেষ টোল ফ্রি নম্বর ট্যুইট করে জানিয়েছে কলকাতা পুলিশ।

 জনজোয়ার দেখছে শহর কলকাতা
জনজোয়ার দেখছে শহর কলকাতা
#কলকাতা : উৎসব মেজাজে মানুষের ভিড়ে কল্লোলিনী তিলোত্তমা জুড়ে গত কয়েকদিনে যেন জনজোয়ার দেখছে শহর কলকাতা। আজ বুধবার প্রতিমা নিরঞ্জন ঘিরে বিজয়া দশমীতেও মানুষের ঢল রাস্তায়। শুধু ঠাকুর দেখা নয়, পুজোর বিসর্জন দেখতেও বহু মানুষ রাস্তা ও গঙ্গার ঘাটগুলিতে জড়ো হবেন। যার নির্যাস, যানজটের আশঙ্কা। শহরে যানজট এড়াতেকোন কোন রাস্তা এড়িয়ে চলা যেতে পারে, তার পরামর্শ দিল কলকাতা পুলিশ।
যদিও কলকাতা পুলিশ ট্র্যাফিক কন্ট্রোল রুম জানাচ্ছে, আপাতত কলকাতায় ট্র্যাফিক একদম স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও যানজটের খবর নেই। যান নিয়ন্ত্রণেরও আপাতত কোনও নির্দেশিকা নেই। তবে সন্ধের পর বদলে যেতে পারে ছবিটা। সেক্ষেত্রে রাস্তায় যানবাহনের চাপ বাড়লে প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হতে পারে।  যানজটে কোনও বিপদে পড়লে কলকাতা ট্র্যাফিক পুলিশের সহায়তা পেতে বিশেষ টোল ফ্রি নম্বর ট্যুইট করে জানিয়েছে কলকাতা পুলিশ। নম্বরটি হল, ১০৭৩, ৯৮৩০৮১১১১১, ৯৮৩০০১০০০০।
ট্র্যাফিক পুলিশ জানাচ্ছে, কলকাতায় ২৯টি গঙ্গার ঘাটে চলবে বির্সজন। প্রতিমার বিসর্জনের শোভাযাত্রা ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক পুলিশ। অন্যদিকে, যেসব রাস্তা দিয়ে বিসর্জনের শোভাযাত্রা যাবে, সেখানে একসঙ্গে একাধিক প্রতিমার গাড়ি চলে এলে খানিক যানজটের আশঙ্কা রয়ে যাচ্ছে। সেসব রাস্তায় তাৎক্ষণিক রুট বদল করা হতে পারে বলে জানা গিয়েছে।
advertisement
উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়, হাতিবাগান এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রার কারণে হেদুয়া মোড়ে, বিডন রো-এ যানজট হতে পারে। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে চলছে কড়া নজরদারি। দক্ষিণ কলকাতায় সকাল থেকেই গাড়ির গতি শ্লথ রাসবিহারী, গড়িয়াহাট, কসবা এলাকায়। পাশাপাশি সল্টলেকে বিভিন্ন আইল্যান্ডে বাড়তি পুলিশ মোতায়েন করেছে বিধাননগর কমিশনারেট।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দশমীতে যানজটে স্তব্ধ হবে এই রাস্তাগুলি? জানুন কলকাতার লেটেস্ট ট্র্যাফিক আপডেট, রইল কলকাতা পুলিশের এমার্জেন্সি নম্বর
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement