Dakshineswar Temple: দক্ষিণেশ্বরে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, বন্ধ করে দেওয়া হল মন্দির...বৃষ্টির কথা মাথায় রেখে তৈরি তাঁবু

Last Updated:

নাটমন্দির চত্বরের ওই সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের পরে রাধাকৃষ্ণের মন্দির, শ্রী রামকৃষ্ণের ঘর, রানি রাসমণির মন্দির দর্শন করবেন রাষ্ট্রপতি।

News18
News18
কলকাতা: দক্ষিণেশ্বর মন্দির দর্শনে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই প্রথম৷ সেই কারণে নিরাপত্তাজনিত কারণে আজ, বুধবার দুপুর থেকে মন্দিরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ। প্রায় এক ঘণ্টা তিনি মন্দিরে থাকবেন বলে খবর। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে মন্দিরকে কালী পুজোর রাতের মতো বাহারি আলোয় ঝলমলে করে তোলা হয়েছে।
সূত্রের খবর, সড়ক পথে এ দিন বিকেলে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছবেন রাষ্ট্রপতি। প্রথমে তিনি ভবতারিণী মন্দিরের গর্ভগৃহে যাবেন। সেখানে পুজো দেওয়ার পরে যাবেন নাটমন্দিরে। দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফে রাষ্ট্রপতিকে সম্মান জানানো হবে। মন্দির কর্তৃপক্ষ তরফে মানপত্র, মন্দির ও ভবতারিণী একত্রে বাঁধানো ছবি, স্মারক তুলে দেওয়া হবে রাষ্ট্রপতির হাতে।
advertisement
advertisement
নাটমন্দির চত্বরের ওই সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের পরে রাধাকৃষ্ণের মন্দির, শ্রী রামকৃষ্ণের ঘর, রানি রাসমণির মন্দির দর্শন করবেন রাষ্ট্রপতি।
সন্ধ্যায় তিনি ফের সড়কপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। কথামৃতে ভবতারিণীর যে সজ্জার বর্ণনা রয়েছে ঠিক তেমন ভাবে এ দিনও সাজানো হয়েছে। বৃষ্টিতে যাতে মন্দিরে যেতে রাষ্ট্রপতির কোনও সমস্যা না হয় তার জন্য ক্যানোপি (তাঁবু)-র পথ তৈরি করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dakshineswar Temple: দক্ষিণেশ্বরে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, বন্ধ করে দেওয়া হল মন্দির...বৃষ্টির কথা মাথায় রেখে তৈরি তাঁবু
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement