Dakshineswar Temple: দক্ষিণেশ্বরে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, বন্ধ করে দেওয়া হল মন্দির...বৃষ্টির কথা মাথায় রেখে তৈরি তাঁবু
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
নাটমন্দির চত্বরের ওই সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের পরে রাধাকৃষ্ণের মন্দির, শ্রী রামকৃষ্ণের ঘর, রানি রাসমণির মন্দির দর্শন করবেন রাষ্ট্রপতি।
কলকাতা: দক্ষিণেশ্বর মন্দির দর্শনে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই প্রথম৷ সেই কারণে নিরাপত্তাজনিত কারণে আজ, বুধবার দুপুর থেকে মন্দিরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ। প্রায় এক ঘণ্টা তিনি মন্দিরে থাকবেন বলে খবর। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে মন্দিরকে কালী পুজোর রাতের মতো বাহারি আলোয় ঝলমলে করে তোলা হয়েছে।
সূত্রের খবর, সড়ক পথে এ দিন বিকেলে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছবেন রাষ্ট্রপতি। প্রথমে তিনি ভবতারিণী মন্দিরের গর্ভগৃহে যাবেন। সেখানে পুজো দেওয়ার পরে যাবেন নাটমন্দিরে। দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফে রাষ্ট্রপতিকে সম্মান জানানো হবে। মন্দির কর্তৃপক্ষ তরফে মানপত্র, মন্দির ও ভবতারিণী একত্রে বাঁধানো ছবি, স্মারক তুলে দেওয়া হবে রাষ্ট্রপতির হাতে।
advertisement
advertisement
নাটমন্দির চত্বরের ওই সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের পরে রাধাকৃষ্ণের মন্দির, শ্রী রামকৃষ্ণের ঘর, রানি রাসমণির মন্দির দর্শন করবেন রাষ্ট্রপতি।
সন্ধ্যায় তিনি ফের সড়কপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। কথামৃতে ভবতারিণীর যে সজ্জার বর্ণনা রয়েছে ঠিক তেমন ভাবে এ দিনও সাজানো হয়েছে। বৃষ্টিতে যাতে মন্দিরে যেতে রাষ্ট্রপতির কোনও সমস্যা না হয় তার জন্য ক্যানোপি (তাঁবু)-র পথ তৈরি করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 30, 2025 5:03 PM IST